ময়দান চমকে ডায়মন্ড হারবারে যোগ দিলেন ধীরজ সিং

Young Goalkeeper Dheeraj Singh

গত কয়েক বছর ধরেই দারুন ছন্দে রয়েছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। স্প্যানিশ কোচ কিবু ভিকুনার তত্ত্বাবধানে তৃতীয় ও দ্বিতীয় ডিভিশন আইলিগে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে বাংলার এই ফুটবল ক্লাবের। সেই সুবাদে এবার দল স্থান করে নিয়েছে দেশের দ্বিতীয় ডিভিশন লিগে। এমনকি এবার প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ও অংশ নিয়েছিল অয়ন মন্ডলরা। যেখানে প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল ডায়মন্ড হারবার। অনায়াসেই তাঁরা স্থান করে নিয়েছিল টুর্নামেন্টের নক আউট পর্বে। পরবর্তীতে ডুরান্ডের সেমিফাইনালে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে ও পরাজিত করেছিল এই ক্লাব।

Advertisements

শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে জন আব্রাহামের শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের কাছে পরাজিত হতে হলেও সেই হতাশা কাটিয়ে আসন্ন আইলিগে চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর ডায়মন্ড হারবার। বলাবাহুল্য, নয়া সিজনে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য নিয়ে বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল এই দল। সেক্ষেত্রে বিদেশি ফুটবলারদের দলে টানার পাশাপাশি দেশীয় খেলোয়াড়দের ক্ষেত্রে ও যথেষ্ট চমক দিয়েছে এই ক্লাব।গত আইএসএলে দাপুটে পারফরম্যান্স করা তারকা তথা লুকা মাজসেন‌ থেকে শুরু করে ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ব্রাইট এনবাখোর সহ ক্লেটনের মতো ফুটবলাররা ইতিমধ্যেই রয়েছেন এই দলে।

   
Dheeraj Singh
Dheeraj Singh

এছাড়াও ভারতীয় ফুটবলার সই করানো ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয়তা দেখিয়ে আসছে ডায়মন্ড হারবার এফসি।‌ এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ধীরজ সিংয়ের নাম। হ্যাঁ ঠিকই শুনেছেন। গত সিজন পর্যন্ত কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যুক্ত ছিলেন এই তরুণ গোলরক্ষক। বছর কয়েক আগেই তাঁকে এফসি গোয়া থেকে দলে টেনেছিল মোহনবাগান। তবে শোনা যাচ্ছিল, নতুন সিজনে তাঁকে দলে রাখতে নাকি খুব একটা আগ্ৰহী নয় সবুজ-মেরুন। স্বাভাবিকভাবেই তাঁকে দলে টানতে আগ্ৰহী দেখাতে শুরু করেছিল অন্যান্য ফুটবল দল গুলি।

Advertisements

শেষ পর্যন্ত তাঁকে ছিনিয়ে নিল ডায়মন্ড হারবার এফসি। আজ কিছুক্ষণ আগেই প্রকাশ্যে আসে সেই বিষয়টি। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে। যারফলে এবার আইলিগ খেলতে দেখা যেতে চলেছে ধীরজকে‌।