ATK Mohun Bagan: জয় দিয়ে ডেভলপমেন্ট লিগের জাতীয় পর্ব শুরু সবুজ-মেরুনের

ফের জয়ের সরনীতে ফিরল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের জাতীয় পর্বে আজ নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ফারদিন-সুহেলরা।

ATK Mohun Bagan celebrates victory in National Development League game

ফের জয়ের সরনীতে ফিরল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের জাতীয় পর্বে আজ নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ফারদিন-সুহেলরা। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল সবুজ-মেরুন ব্রিগেড। বাগানের হয়ে জোড়া গোল করেন টাইসন সিং। অন্যদিকে নর্থইস্টের হয়ে ব্যবধান কমান পার্থিব। আজকের এই জয়ের ফলে আগামী ম্যাচ গুলির আগে বাড়তি অক্সিজেন পাবে বাগান শিবির।

আজ ম্যাচের প্রথমার্ধের একেবারে শুরুর দিকেই প্রতিপক্ষের রক্ষন ভেঙে বল জালে জড়িয়ে দেন সবুজ-মেরুনের টাইসন। যারফলে ১-০ গোলে এগিয়ে যায় দল। পাল্টা আক্রমণ করতে ছাড়েনি নর্থইস্ট। মাঝ মাঠের দখল নিয়ে বারংবার আক্রমণ শানাতে শুরু করে বিপক্ষের ফুটবলাররা। তবে বাগান ডিফেন্সের সামনে বারবার আটকে যেতে হচ্ছিল তাদেরকে।

অপরদিক থেকে মোহনবাগান আক্রমণের তেজ বাড়ালে ও কিছুতেই বাড়াতে পারছিলনা গোলের ব্যবধান। যারফলে, প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে কলকাতার এই প্রধান। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণের তেজ ফের বাড়িয়ে দেয় আমনদীপ- সুহেলরা। পরবর্তীতে সেখান থেকেই দ্বিতীয় গোল তুলে নেয় মোহনবাগান। গোলদাতা সেই টাইসন। যদিও পাল্টা আক্রমণে গিয়ে গোল করে ব্যবধান কমান পার্থিব, তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে অনায়াসেই মাঠ ছাড়ে মেরিনার্সরা।

যারফলে, মনিপুর অভিযানের শুরুতেই বাড়তি অক্সিজেন পেয়ে যায় গোটা দল। এবারের এই ডেভলপমেন্ট লিগে শুরু থেকেই যথেষ্ট ছন্দে থেকেছে কিয়ানরা। মহামেডান স্পোর্টিং থেকে শুরু করে সুরুচি, ওডিশা ও জামশেদপুর এফসির বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়েছিল দল। তবে শেষ পর্যন্ত হার মানতে হয়েছিল ইমামি ইস্টবেঙ্গলের কাছে। প্রথম দুটি ডার্বিতে ফলাফল অমীমাংসিত থাকলেও শেষ ডার্বিতে ২-০ গোলে ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল। যা নিয়ে হতাশ ছিল বাগান শিবির। তবে আজকের এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেল মোহনবাগান।