ATK Mohun Bagan FC: ডুরান্ডের প্রস্তুতিতে নামছে সবুজ মেরুন শিবির, জানুন বিস্তারিত

আসন্ন ফুটবল মরশুম শুরু হচ্ছে ডুরান্ড কাপকে দিয়ে৷ ১৬ আগস্ট ইস্টবেঙ্গল এর বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan FC)। বাকি আর মাত্র…

atk-mohun-bagan

আসন্ন ফুটবল মরশুম শুরু হচ্ছে ডুরান্ড কাপকে দিয়ে৷ ১৬ আগস্ট ইস্টবেঙ্গল এর বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan FC)। বাকি আর মাত্র কয়েকটা দিন , কবে থেকে শুরু করবে অনুশীলন মোহনবাগান জানতে আগ্রহী গোটা ফুটবল মহল থেকে সমর্থকরা ।

প্রথমে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট চেয়েছিল এএফসি কাপ হবে তাদের মূল উদ্দেশ্য । এএফসি কাপের সেমিফাইনাল রয়েছে সেপ্টেম্বর মাসে। সেই মতোই তারা চিন্তাভাবনা করেছিল । কিন্তু যেহেতু ডুরান্ড কাপ অফিশিয়াল এবং ভারতীয় ফুটবল বোর্ড (AIFF) চেয়েছিল আইএসএলের এগারোটা দলই ডুরান্ড কাপে অংশগ্রহণ করুক । তাই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট ও রাজি হয়ে যায় আসন্ন ডুরান্ড কাপ দিয়ে এই মরশুম শুরু করতে । কিন্তু প্রশ্ন একটাই থেকে তার প্রস্তুতিতে অনুশীলন শুরু করছে কবে থেকে ??

যতদিন এগাচ্ছে সামনেই রয়েছে মোহনবাগান দিবস ২৯ শে জুলাই । ম্যানেজমেন্ট মারফত জানা গেছে এই উৎসবে অর্থাৎ মোহনবাগান দিবসে সকল ফুটবলার উপস্থিতি থাকবে। অর্থাৎ ২৯ শে জুলাই এর আগেই ফুটবলাররা কলকাতায় চলে আসছে । সকল ভারতীয় ফুটবলার সমেত ছয় বিদেশি ফুটবলারদের চলে আসার কথা । কিন্তু সম্ভবত পোগবা এবং অস্ট্রেলিয়ান বিশ্বকাপার স্ট্রাইকার দিমিত্রিয়াস পেত্রোতোসের কিছুদিন দেরি হতে পারে । স্প্যানিশ ফরোয়ার্ড সার্জিও কাসেলকে সই করানোর চেষ্টা করেছিল এটিকে মোহনবাগান, আতলেতিকো মাদ্রিদের বি দলে খেলা ও ISL এ জামশেদপুর এর জার্সিতে অংশ নেওয়া এই ফুটবলার এই মুহূর্তে রাজি হননি পুনরায় ভারতের লীগে খেলতে

সূত্র মারফত যা জানা যাচ্ছে , আসন্ন ডুরান্ড কাপের কথা মাথায় রেখে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে প্রস্তুতি শুরু করতে চান মোহনবাগান কোচ জুয়ান ফার্নান্ডো। সেইমতো ই মোহনবাগান মাঠ সাজিয়ে রেখেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট । তাদের এই মরশুমের বেশিরভাগ সময় তারা এখানেই অনুশীলন করবেন । তাই জন্য মোহন বাগান মাঠ কে প্রস্তুতি মাঠের অনুকরণযোগ্য করা হয়েছে । মোহনবাগান সমর্থকরা তাদের মাঠে প্রিয় দলকে অনুশীলন করতে দেখার জন্য অধীর আগ্রহে দিন গুনছে ।