HomeSports NewsFootballঅনুশীলনে যোগ দিলেন আলবার্তো রদ্রিগেজ

অনুশীলনে যোগ দিলেন আলবার্তো রদ্রিগেজ

- Advertisement -

ডিসেম্বরের শুরু থেকেই ফের অনুশীলনে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। মাসখানেক আগে সুপার কাপের ম্যাচে শেষবারের মতো মাঠে নেমেছিল সবুজ-মেরুন। নকআউট পর্বে পৌঁছানোর জন্য সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল দলকে পরাজিত করতে হতো বাগান ব্রিগেডকে। কিন্তু সেটা সম্ভব হয়নি। অমীমাংসিত ফলাফলের মধ্য দিয়ে শেষ হয়েছিল সেই হাইভোল্টেজ ডার্বি। শেষ পর্যন্ত গোল পার্থক্যের নিরিখে সেমিফাইনালে চলে যায় ইস্টবেঙ্গল। অন্যদিকে, প্রবল হতাশা দেখা দিয়েছিল মোহনবাগান সমর্থকদের মধ্যে। সেই সময় দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলের দিনক্ষণ স্পষ্ট ছিল না।

স্বাভাবিকভাবেই প্রবল অনিশ্চয়তার দিকে নজর রেখেই অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ করেছিল কলকাতা ময়দানের এই প্রধান। তারপর বদলেছে অনেক পরিস্থিতি। ইতিমধ্যেই দায়িত্ব বদল হয়েছে সবুজ-মেরুনের। একটা সময় হোসে মোলিনা দলের হেড কোচ হিসেবে থাকলেও গত সপ্তাহের মাঝামাঝি সময় তাঁকে বিদায় জানিয়েছে ম্যানেজমেন্ট। তাঁর পরিবর্তে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সার্জিও লোবেরার হাতে। যেটা নিঃসন্দেহে বড়সড়ো চমক ছিল সকলের কাছেই। এই সিজনের বাকি সময়টা লোবেরার তত্ত্বাবধানেই খেলবে মোহনবাগান।

   

সব ঠিকঠাক থাকলে নতুন বছরের প্রথম থেকেই হয়তো শুরু হয়ে যাবে দেশের প্রথম ডিভিশন লিগ। সেইমতো ১লা ডিসেম্বর থেকে অনুশীলন শুরু করেছে দল। ইতিমধ্যেই সেই অনুশীলনে যোগদান করেছেন দলের অধিকাংশ ফুটবলাররা। তবে প্রথম দিন অনুপস্থিত ছিলেন বাগান রক্ষণের অন্যতম স্তম্ভ আলবার্তো রদ্রিগেজ। তাঁর অনুপস্থিতি যথেষ্ট হতাশ করেছিল সমর্থকদের। এছাড়াও ছিলেন না বাগান ভক্তদের নয়নমণি দিমিত্রি পেত্রাতোস। শোনা যাচ্ছিল দুজন খুব শীঘ্রই যোগ দেবেন দলের সঙ্গে। অবশেষে আজ থেকেই অনুশীলনে যোগ দিলেন আলবার্তো।

আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইটে এই স্প্যানিশ ডিফেন্ডারের অনুশীলনের বেশ কয়েকটি ছবি আপলোড করেছে ম্যানেজমেন্ট। যেটা খুশি করেছে সকলকে। আসলে ভারতে ফেরার সময় বিমান সমস্যায় আটকে পড়েছিলেন এই তারকা ডিফেন্ডার। অবশেষে শহরে এসে যোগ দিয়েছেন অনুশীলনে।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular