HomeSports NewsFootballসোমবারের আলোচনার পর বুধবার সর্বদলীয় বৈঠকে বসছে ফেডারেশন

সোমবারের আলোচনার পর বুধবার সর্বদলীয় বৈঠকে বসছে ফেডারেশন

- Advertisement -

দেশের প্রথম ডিভিশন লিগের ব্যবস্থাপনাকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই তোলপাড় ফুটবল মহল। এক্ষেত্রে বারংবার প্রশ্নের মুখে পড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা AIFF। চলতি বছরেই ইন্ডিয়ান সুপার লিগ আয়োজক সংস্থা তথা এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফেডারেশনের। তারপর থেকে কার হাতে থাকবে প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্টের ব্যাটন সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। মাঝে পরিকল্পনা অনুযায়ী টেন্ডারের দিনক্ষণ স্পষ্ট করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। ‌তার উপর ছিল সাংবিধানিক জটিলতা।

যারফলে প্রশ্নের মুখে উঠতে পারত আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় দলগুলির ভূমিকা। অবশেষে গত কয়েকদিন আগেই বিশেষ বিবৃতির মধ্য দিয়ে সেই জটিলতা কাটার কথা জানানো হয়। কিন্তু প্রথম ডিভিশন লিগের পাশাপাশি দ্বিতীয় সারির টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে কোনো সঠিক নির্দেশিকা মেলেনি। সেজন্য গত কয়েক মাস ধরেই ব্যাপক সমস্যার মধ্যে দিয়ে এগোতে হয়েছে ফুটবল দলগুলিকে। এমন অচল অবস্থা কাটানোর অনুরোধ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে বিশেষ চিঠি দিয়েছিল ময়দানের তিন প্রধান। ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাব।

   

তারপর গত ১লা ডিসেম্বর ময়দানে প্রধানের সঙ্গে বিশেষ বৈঠকের বসার পরিকল্পনা ছিল ফেডারেশনের। বিশেষ কারণে সেখানে সবুজ-মেরুনের প্রতিনিধিরা উপস্থিত হতে না পারলেও কলকাতার বাকি দুই প্রধানের সঙ্গে আলোচনা করেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। পরবর্তীতে শোনা যায় যে বিশেষ পরিকল্পনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে আইএসএল। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয় বিষয়টি। তবে এই আলোচনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক দানা বেধেছিল ভারতীয় ফুটবল মহলে। অবশেষে আজ নিজেদের সোশ্যাল সাইটে সেই সম্পর্কে উভয়ের অবস্থান স্পষ্ট করে দেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেখানে নিজেদের বিবৃতি তুলে ধরে।

যেখানে বলা হয়, ‘ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের কাছ থেকে এআইএফএফ অফিস একটি ইমেল পেয়েছিল, যেখানে এআইএফএফ সভাপতির সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য সময় চেয়েছিল। যদিও এই ক্লাবগুলি বর্তমানে কর্পোরেট সংস্থা দ্বারা পরিচালিত হয়, তবে এই প্রতিষ্ঠানগুলির আবেগ এবং উত্তরাধিকারকে সম্মান করে যারা এক শতাব্দীরও বেশি সময় ধরে ভারতীয় ক্লাব ফুটবলে অবদান রেখেছে। সেই অনুযায়ী, এআইএফএফ সভাপতি ১ ডিসেম্বর, ২০২৫ তারিখে ইস্টবেঙ্গল এফসি এবং মহামেডান এসসি-র প্রতিনিধিদের সাথে এক ঘন্টার জন্য সাক্ষাৎ করেন এবং তাদের মূল্যবান পরামর্শগুলি নোট করেন। পরবর্তীতে মোহনবাগান এসি ১ ডিসেম্বর আরেকটি চিঠি পাঠায়, যাতে তাদের সভাটি ৩ ডিসেম্বরে পুনঃনির্ধারণ করার অনুরোধ করা হয়। এআইএফএফ ৩ ডিসেম্বরের সভা নোটিশ পাঠিয়েছে, যা নয়াদিল্লিতে মাননীয় ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। সকল ক্লাবের প্রতিনিধিদের এই আমন্ত্রণ জানিয়েছে, যারা একই দিনে মাননীয় মন্ত্রীর সাথে অনলাইন বৈঠকে যোগ দেবেন।’

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular