Amrinder Singh: ইস্টবেঙ্গল সমর্থকদের আলোচনায় ফের অমরিন্দর!

ইস্টবেঙ্গল  (East Bengal FC) সমর্থকদের কেউ কেউ হয়তো নিশ্চিত বোধ করছেন সাময়িকভাবে। ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার অপেক্ষা। তার আগে লাল হলুদ সমর্থকদের আলোচনায় এটিকে…

amrinder singh football

ইস্টবেঙ্গল  (East Bengal FC) সমর্থকদের কেউ কেউ হয়তো নিশ্চিত বোধ করছেন সাময়িকভাবে। ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার অপেক্ষা। তার আগে লাল হলুদ সমর্থকদের আলোচনায় এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) প্রাক্তন ফুটবলার, অমরিন্দর সিং (Amrinder Singh)।

অমরিন্দর সিংকে কেন্দ্র করে দল বদলের বাজারে বিস্তর জলঘোলা হয়েছিল। পাঞ্জাব তনয়ের ভবিষ্যত কোন দিকে বাঁক নেয় সে দিকে তাকিয়ে ছিলেন ফুটবল প্রেমীরা। শেষ পর্যন্ত জল্পনা সত্যি করে রিলিজ করে দেয় এটিকে মোহন বাগান। এখন তিনি ওড়িশা ফুটবল ক্লাবের খেলোয়াড়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ভারতীয় ফুটবলের হাইপ্রোফাইল গোলরক্ষকদের মধ্যে অন্যতম অমরিন্দর সিং। নিজের দিনে প্রতিপক্ষের বাঘা বাঘা ফরোয়ার্ডদের ঘুম কেড়ে নিয়েছেন। রেকর্ড মূল্যে তাই তাঁকে দলে নিয়েছিল এটিকে মোহন বাগান। কিন্তু সবুজ মেরুন শিবিরে সময়টা সুখের ছিল না। শেষে বিচ্ছেদ।

ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ আশা করেছিলেন অমরিন্দর যোগ দিক তাঁদের প্রিয় দলে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফ্যান গ্রুপে বিস্তর লেখালিখি হয়েছে। সেই অমরিন্দর দলে নেই ভেবে এখন অনেকেই হাঁফ ছাড়ছেন।

আসলে শনিবার চেন্নাইয়ান ফুটবল ক্লাবের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিশ্রীভাবে হেরেছে ওড়িশা। পাঁচ গোল হজম করতে হয়েছে। পক্ষান্তরে বলা যায়, দলের পাশাপাশি তেকাঠির নীচে পাঞ্জাব তনয়ের আরও একটা খারাপ দিন। পাঁচবার পরাস্ত হয়েছেন তিনি।