East Bengal Club: ফের বিপাকে ইস্টবেঙ্গল! আগে দিতে হবে ৭ লক্ষ টাকা

স্বস্তির স্থায়ীত্ব স্বল্পকালীন। ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) সমর্থকরা এই কথাটি টের পাচ্ছেন হাড়ে হাড়ে। সবে জানা গিয়েছিল, ক্লাব ও বিনিয়োগকারী গোষ্ঠীর যৌথ উদ্যোগে একটা নতুন…

East Bengal Club may have to pay seven lakhs for licensing

স্বস্তির স্থায়ীত্ব স্বল্পকালীন। ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) সমর্থকরা এই কথাটি টের পাচ্ছেন হাড়ে হাড়ে। সবে জানা গিয়েছিল, ক্লাব ও বিনিয়োগকারী গোষ্ঠীর যৌথ উদ্যোগে একটা নতুন কোম্পানি তৈরির ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। এই খবর প্রকাশ পাওয়ার এক দিনের মধ্যেই পাওয়া গেল এই নেতিবাচক তথ্য।

সূত্রের খবর, আগে ৭ লক্ষ টাকা ইস্টবেঙ্গল ক্লাবকে মেটাতে হবে। সেটা না হলে লাইসেন্সিং করাতে সমস্যায় পড়তে হবে লাল হলুদ শিবিরকে। ব্যাপারটা কী? ফুটবল মহলে কান পাতলে শোনা যাচ্ছে, লাইসেন্সিংয়ের জন্য ফেডারেশনের কাছে এখনও ৭ লক্ষ টাকা বকেয়া ইস্টবেঙ্গলের। আগের ২২ লক্ষ টাকার মধ্যে ১৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। বাকিটা এবার মিটিয়ে দিতে হবে। আর সেই কাজটা ক্লাবকেই করতে হবে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বৃহস্পতিবার দুপুরের আগে জানা গিয়েছিল, নতুন কোম্পানি গঠনের ব্যাপারে ইতিমধ্যে আবেদন করা হয়েছে। ক্লাব ও গোষ্ঠীর উদ্যোগী গঠিত নতুন কোম্পানির নাম হতে পারে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড। মাঠে অবশ্য এই নামে দল না-ও খেলতে পারে।নতুন কোম্পানি গঠনের খবর ছড়িয়ে পড়তেই আলোড়িত হয়েছিল ফুটবল মহল। সই কবে হবে, ফের এই প্রশ্ন দানা বেঁধেছিল লাল হলুদ জনতার মনে। ইমামি গোষ্ঠীর একজন কর্তা এখন বিদেশি রয়েছেন, আর একজন অসুস্থ। চলতি সপ্তাহে যদি নাও হয়, তাহলে সামনের সপ্তাহে সই হচ্ছে বলে অনেকের ধারণা।

আরও জানা গিয়েছে, দল গঠনের ব্যাপারে শুরু হয়ে গিয়েছে ভাবনা চিন্তা। কীভাবে দ্রুত ফুটবলার নেওয়া যায়, সে ক্ষেত্রেও কর্তারা কাজ শুরু করে দিয়েছেন। কোনো এজেন্সির সাহায্যে দলে নেওয়া হতে পারে নতুন ফুটবলার। খুশির এই আবহের মধ্যেই এল এই বকেয়া সংবাদ।