Santosh Trophy: বৃহস্পতিবার সন্তোষ ট্রফি খেলতে কোলাপুর যাচ্ছে বাংলা

গতবারে সন্তোষ ট্রফি (Santosh Trophy) জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েও ট্রফি হাতছাড়া হয়েছিল। ফাইনালে বাংলার দল হেরে গেছিলো কেরালার কাছে

Santosh Trophy 2023

গতবারে সন্তোষ ট্রফি (Santosh Trophy) জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েও ট্রফি হাতছাড়া হয়েছিল। ফাইনালে বাংলার দল হেরে গেছিলো কেরালার কাছে।তাই এবার সন্তোষ বিজয়ের জয়ের জন‍্যে আরও মরিয়া বাংলা দল।বৃহস্পতিবার পুণে পৌঁছে যাবে তারা সেখান থেকে কোলাপুর যাবে বাংলা দল।আগামী ৭ ই জানুয়ারি সন্তোষ ট্রফির প্রথম ম‍্যাচে হরিয়ানার মুখোমুখি হবে বাংলার দল।

জাতীয় গেমসে সোনা জয়ের পর থেকে বিশ্বজিৎ ভট্টাচার্যের বাংলা দল নিয়ে একটা বিরাট প্রত‍্যাশা তৈরী হয়েছে।তাহলে কি এবার গতবারের সন্তোষ হারের শোকটাও মেটাতে পারবেন তারা ? এমনটাই প্রশ্ন করা হয়েছিলো বাংলার কোচের কাছে ,তবে তিনি জানিয়েছেন কোনও প্রত‍্যাশার চাপ নেই তার উপর, বরং তার দলের ফুটবলার’রা জানে সন্তোষ ট্রফির জয়ের গুরুত্ব ঠিক কতোখানি।

   

এবার মোট পাঁচটি ম‍্যাচ খেলবে বাংলা। যথাক্রমে হরিয়ানা (৭ জানুয়ারি) দমন ও দাদরা (৯ জানুয়ারি), মধ‍্যপ্রদেশ (১১ জানুয়ারি  ছত্তিশগড় (১৩ জানুয়ারি ), মহারাষ্ট্র (১৫ জানুয়ারি )। সন্তোষ ট্রফির মূলপর্ব অনুষ্ঠিত হবে সৌদি আরবে।