Arvind Kejriwal: ১৪৪ ধারা জারি, গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

যে কোনও সময় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির আশঙ্কা করছে তাঁর দল। পরিস্থিতি বিচার করে দলীয় দফতরে বিশেষ বৈঠক করছেন…

Arvind Kejriwal visits South Avenue to meet Mamata Banerjee

যে কোনও সময় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির আশঙ্কা করছে তাঁর দল। পরিস্থিতি বিচার করে দলীয় দফতরে বিশেষ বৈঠক করছেন আপ শীর্ষ নেতারা। এদিকে দিল্লির সিবিআই দফতরের সামলে জারি হয়েছে ১৪৪ ধারা।

আম আদমি পার্টির দিল্লির আহ্বায়ক গোপাল রাই পার্টি অফিসে একটি জরুরি বৈঠক ডেকেছেন। আপ জানিয়েছে কেজরিওয়ালের গ্রেফতারের আশঙ্কা করা হচ্ছে।

   

মদ নীতি কেলেঙ্কারির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য CBI জিজ্ঞাসাবাদ করছে কেজরিওয়ালকে। সিবিআই সদর দফতরের বাইরে এক হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। চারজনের বেশি লোকের জমায়েত যাতে না হয় তা নিশ্চিত করতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

AAP জাতীয় সম্পাদক পঙ্কজ গুপ্ত, দিল্লির মেয়র শেলি ওবেরয় এবং ডেপুটি মেয়র আলি মোহাম্মদ ইকবাল সহ শীর্ষ নেতারা জরুরি বৈঠকে যোগ দিয়েছেন।