UP Election 2022: মাফিয়ারাজ ফিরবেনা রাজ্যে, দাবি মোদীর

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আর দিন ছয়েক পরেই। স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলোর আক্রমণ পাল্টা আক্রমণে সরগরম হয়ে উঠেছে উত্তরপ্রদেশের রাজনীতি। শুক্রবার উত্তরপ্রদেশে ভার্চুয়াল…

PM Modi

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আর দিন ছয়েক পরেই। স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলোর আক্রমণ পাল্টা আক্রমণে সরগরম হয়ে উঠেছে উত্তরপ্রদেশের রাজনীতি। শুক্রবার উত্তরপ্রদেশে ভার্চুয়াল পদ্ধতিতে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি বলেন, সাধারণ মানুষ কোনওভাবেই দাঙ্গাবাজ, মাফিয়াদের উত্তরপ্রদেশের কুর্সি দখল করতে দেবে না।

ভারতীয় রাজনীতিতে একটা প্রবাদ আছে সেটা হল এই যে, উত্তরপ্রদেশের ক্ষমতা যাদের হাতে থাকবে দিল্লি দখলে তারা অনেকটাই এগিয়ে থাকে। পরবর্তী লোকসভা নির্বাচনের আর মাত্র বছর দুই দেরি। তার আগে কোনওভাবেই উত্তরপ্রদেশের ক্ষমতা হাতছাড়া করতে রাজি নয় বিজেপি তাই শুক্রবার একের পর এক জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভাগুলি সবই হয়েছে ভার্চুয়াল পদ্ধতিতে। প্রতিটি সভা থেকেই তিনি কড়া আক্রমণ চালিয়েছেন সমাজবাদী পার্টি ও ওই দলের নেতা অখিলেশ যাদবকে।

প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচন হতে চলেছে এক নতুন ইতিহাস তৈরির লক্ষ্যে। রাজ্যের উন্নয়ন ও অগ্রগতি বজায় রাখতে গেলে বিজেপিকে পুনরায় নির্বাচিত করতে হবে। মানুষ জেনে গিয়েছে, সমাজবাদী পার্টি ক্ষমতায় ফিরলে ফের রাজ্যে মাফিয়ারাজ কায়েম হবে। বাড়বে দাঙ্গা-হাঙ্গামা। এই দলের আমলে মুজাফফরপুর দাঙ্গার কথা এখনও ভুলতে পারেনি মানুষ। তাই কোনওভাবেই তারা এই রাজ্যকে দাঙ্গাবাজদের হাতে তুলে দেবে না। উত্তরপ্রদেশে শান্তি বজায় রাখার কথা মাথায় রেখেই ভোট দেবেন মানুষ। মোদী দাবি করেন, বিজেপির যে প্রতিশ্রুতি দেয় তা যথাযথভাবে পালন করে।

অন্যদিকে, বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন, এবার উত্তরপ্রদেশে বিজেপি ৩০০-রও বেশি আসন পাবে। বিজেপি সরকার যে উন্নয়নের ধারা তৈরি করেছে মানুষ তার উপর আস্থা রাখবে। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে অত্যন্ত সফল। রাজ্যকে উন্নয়নের সড়কে ফিরিয়ে এনেছেন তিনি। অন্য কোনও দলকে ভোট দিলে ফের ফিরে যেতে হবে অন্ধকারময় দিনে। সেই অন্ধকার দিনে ফিরতে মানুষ কোনওভাবেই রাজি নয়। তাই আসন্ন নির্বাচনে বিজেপির জয় একপ্রকার সুনিশ্চিত।