SSS Scam: অর্পিতার ঘরে যেতাম প্রমাণ হলে রাজনীতি ছাড়ব, দাবি সৌগত রায়ের

বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবী অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধার হতেই বিস্ফোরক মন্তব্য করে বসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি…

বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবী অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধার হতেই বিস্ফোরক মন্তব্য করে বসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ওই ফ্ল্যাটে তৃণমূল সাংসদের যাতায়ত ছিল৷ বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। বললেন, প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো।

উল্লেখ্য, গতকাল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট অর্পিতা মুখ্যোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে ৩০ কোটির অধিক নগদ টাকা, প্রচুর সোনার গয়না সহ একাধিক তথ্য উদ্ধার করে ইডি। এরপরেই ট্যুইট করে বিস্ফোরক মন্তব্য করে বসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি লেখেন, বেলঘরিয়ায় আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে ৩৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে। ওই আবাসনে তৃণমূল সাংসদ সৌগত রায়েরও যাতায়াত ছিল। সেখানে তাঁর একটি অফিসও রয়েছে। যত সময় যাবে ততই তৃণমূল নেতার নোংরা মুখোশ খুলবে। যা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি।

বৃহস্পতিবার দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ ছু্ঁড়ে দেন তৃণমূল সাংসদ৷ তিনি বলেন, রথতলার ওই আবাসনে এক ফ্ল্যাট আছে। যেটা আমাকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল। আমি ওটার মালিকও নই, ভাড়াও দিই না। অর্পিতা মুখোপাধ্যায়কে আমি চিনতাম না। কোনওদিন ওর ফ্ল্যাটও যায়নি। কার টাকা, তাও জানি না।

তিনি আরও বলেন, কেউ যদি প্রমাণ করতে পারেন আমি অর্পিতাকে চিনতাম বা নাকতলার পুজোয় যেতাম, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। কেউ যদি দেখাতে পারে আমার নামে কোনও জমি-বাড়ি আছে, তাহলেও আমি রাজনীতি ছেড়ে দেব। বর্ষীয়ান সাংসদের কথায়, এটা বিজেপি, দিলীপ ঘোষদের চক্রান্ত।