Tet Scam: মানিক ধরতে পারলনা সিবিআই, দুর্গাপূজার মাঝে বাড়ল রক্ষাকবচ

মানিক অধরা আপাতত। দুর্গাপূজার মধ্যে কোনওভাবেই আর নিয়োগ দুর্নীতির (Tet scam) তদন্তে এই তৃণমূল কংগ্রেস বিধায়ককে (Manik Bhattacharya)  গ্রেফতার করতে পারবেনা সিবিআই। শীর্ষ আদালত (Supreme…

Manik Bhattacharya

মানিক অধরা আপাতত। দুর্গাপূজার মধ্যে কোনওভাবেই আর নিয়োগ দুর্নীতির (Tet scam) তদন্তে এই তৃণমূল কংগ্রেস বিধায়ককে (Manik Bhattacharya)  গ্রেফতার করতে পারবেনা সিবিআই। শীর্ষ আদালত (Supreme Court) জানিয়েছে, রায় ঘোষণা হওয়া পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না মানিক ভট্টাচার্যকে। ১০ অক্টোবর পর্যন্ত মানিকের রক্ষাকবচ বহাল থাকল।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি শেষ। আপাতত রায়দান স্থগিত সুপ্রিম কোর্টে। টেট মামলায় কলকাতা হাইকোর্ট মানিক ভট্টাচার্যকে পর্ষদের সভাপতির পদ থেকে অপসারনের নির্দেশ দিয়েছিল। তিনি পদচ্যুত হন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মানিক। এদিন তার শুনানি হয়।

তবে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে বারবার সমন পাঠায় সিবিআই। তিনি এড়িয়ে যান। সর্বশেষ তিনি সুপ্রিম কোর্টের রক্ষাকবচ নিতে দিল্লি পর্যন্ত দৌড়ঝাঁপ শুরু করেন। কলকাতা থেকে বেপাত্তা হলেও তাঁকে দিল্লির বঙ্গভবনে দেখা যায়।

২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে কারচুপি ও নষ্ট করার অভিযোগে দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাইকোর্টের বিচারপতির বেঞ্চ ভট্টাচার্যকে সিবিআই-এর মুখোমুখি হওয়ার নির্দেশ দেয়। তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা না করলে ভট্টাচার্যকে গ্রেফতার করার স্বাধীনতাও কেন্দ্রীয় সংস্থাকে দিয়েছে বেঞ্চ।

২৩ শে সেপ্টেম্বর, ভট্টাচার্য এই বিষয়ে সিবিআই তদন্ত এবং ডব্লিউবিবিপিই সভাপতির চেয়ার থেকে ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেওয়ার হাইকোর্টের একটি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য।