TET Scam: নিয়োগ দাবিতে সোমবার বৃহত্তর আন্দোলে টেট চাকরি প্রার্থীরা

যোগ্য হওয়ার পরেও বিগত ৮ বছরে নিয়োগের জন্য অপেক্ষা৷ তবুও সরকারের তরফে মেলেনি সদর্থক ভূমিকা৷ তাই যোগ্যদের নিয়োগের দাবি সোমবার বৃহত্তর আন্দোলনের ডাক দিল ২০১৪…

Chief Minister Mamata Banerjee

যোগ্য হওয়ার পরেও বিগত ৮ বছরে নিয়োগের জন্য অপেক্ষা৷ তবুও সরকারের তরফে মেলেনি সদর্থক ভূমিকা৷ তাই যোগ্যদের নিয়োগের দাবি সোমবার বৃহত্তর আন্দোলনের ডাক দিল ২০১৪ সালে টেট(TET) উত্তীর্ণ নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। 

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির কারণে এখন জেল হেয়াফজতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। কখনও সাদা খাতা জমা দিয়ে আবার কখনও নম্বর বাড়িয়ে টাকার বিনিময়ে বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। অন্যদিকে, সভাপতি পদে আসার পর নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেছেন গৌতম পাল। কিন্তু পর্ষদের নয়া নির্দেশিকা মানতে নারাজ ২০১৪ সালে পাশ করা চাকরি প্রার্থীরা৷। 

সোমবার বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন চাকরি প্রার্থীরা৷ সোমবার ২০১৪ নট ইনক্লুডদের পরিচয় বুঝিয়ে দিতে হবে।একজনও না বাড়িতে বসে থেকে প্রয়োজনে ফ্যামিলির সবাইকে আনুন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চাকরি প্রার্থীদের বার্তা, চাকরি যদি নাই দেবেন নবান্ন থেকে ঘটা করে ঘোষনা করলেন কেন?অধিকার বুঝে নিতে পশ্চিমবঙ্গের সব নট ইনক্লুডেড কলকাতা আসছি৷ 

উল্লেখ্য, গত ৬০ দিন ধরে ধর্মতলায় ধর্না বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন টেট পাশ চাকরি প্রার্থীরা। টেট পাশ চাকরি প্রার্থীদের নিয়োগ ঘোষণা করে বিষয়টি প্রশমনের চেষ্টা করছে পর্ষদ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বেড়েছে জটিলতা। ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে ১৫০০ টি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে। তার আগে আবেদনকারীদের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।