TET Scam: মানিকের অফিসে ইডি পেল বিপুল নথি, বীরভূমে ভুয়ো নিয়োগের ঠিকানা

টেট দুর্নীতিতে(TET SCAM) ধৃত টিএমসি বিধায়ক মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya ঘনিষ্ঠের অফিসে ইডি (ED) হানা। মহিষবথানে ওই অফিসের তালা ভেঙে ঢোকে ইডি। চলেছে তল্লাশি। উদ্ধার…

Manik Bhattacharya

টেট দুর্নীতিতে(TET SCAM) ধৃত টিএমসি বিধায়ক মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya ঘনিষ্ঠের অফিসে ইডি (ED) হানা। মহিষবথানে ওই অফিসের তালা ভেঙে ঢোকে ইডি। চলেছে তল্লাশি। উদ্ধার নথিপত্র। আরও অনেকের জড়িয়ে যাওয়ার জল্পনা তৃণমূলে। 

পুরো বিষয় তদন্তসাপেক্ষ। এ বিষয়ে তৃণমূল কোনও কথা বলবে না। জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তবে তিনি বলেন, কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষ কাজ করবে। এটাই আশা করব।

টেট নিয়োগ দুর্নীতিতে কলকাতা ছাড়িয়ে বীরভূমে নজর পড়ল তদন্তকারীদের। গোরু পাচার মামলায় জেলে থাকা অনুব্রতর খাস এলাকায় ছিল ভুয়ো নিয়োগের অফিস। তদন্তে উঠে আসছে এই তথ্য।

ইডি সূত্রে খবর, মহিষবাথানের অফিস থেকে উদ্ধার হয়েছে চাকরির বিস্তর আবেদনপত্র। হার্ড ডিস্ক,বেশ কিছু ছবি, নিয়োগের নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

এছাড়াও উত্তর ২৪ পরগনার বারাসতের কাথোর রোড, কলকাতার কৈখালি, ৩০২ এপিসি রোডের আইডিয়াল হাইটস ড. কার্তিক বোস স্ট্রিট, ও শ্রীগোপাল মল্লিক লেনে অভিযান চলে।

বীরভূমের কৃষ্ণপুরে দুটি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের খোঁজ পেয়েছে ইডি। একটির নাম ঠাকুর অনুকূল চন্দ্র কলেজ অফ এডুকেশন। অপরটি গীতাঞ্জলি টিচার্স ট্রেনিং কলেজ। ইডি সূত্রে খবর, কৃষ্ণপুরে বেশ কয়েকবার এসেছিলেন পার্থ চট্টোপাধ্য়ায় ও মানিক ভট্টাচার্য।