Sourav Ganguly: ক্রিকেট রাজনীতি তুঙ্গে তুলে সৌরভের জন্য মোদীর কাছে মমতার অনুরোধ

বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে (Sourav Ganguly) সৌরভ গাঙ্গুলীকে। এ নিয়ে বিশ্ব ক্রিকেট প্রশাসনে তুমুল বিতর্ক। এই বিতর্কে রাজনৈতিক রঙ লেগেছে।  সোমবার…

Sourav Ganguly in a meeting with the Chief Minister

বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে (Sourav Ganguly) সৌরভ গাঙ্গুলীকে। এ নিয়ে বিশ্ব ক্রিকেট প্রশাসনে তুমুল বিতর্ক। এই বিতর্কে রাজনৈতিক রঙ লেগেছে।  সোমবার উত্তরবঙ্গ সফরের আগে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে সৌরভকে। সৌরভকে বাদ দেওয়ার কারণ কী?

Sourav Ganguly

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

মুখ্যমন্ত্রী বলেন, আমি দেশবাসীর পক্ষ থেকে এবং সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে বলি, সৌরভ আমাদের গৌরব। সৌরভ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে মাঠেও খেলেছে। দক্ষতার সঙ্গে প্রশাসনও চালিয়েছে। বিসিসিআই চালিয়েছে। আদালতের তরফে ৩ বছরের সময় সীমা দেওয়া হয়েছিল। আর একজন আছে আপনারা জানেন আমিত শাহের ছেলে তাঁকেও দেওয়া হয়েছিল। কিন্তু কেন জানিনা কী কারণে অমিত বাবুর ছেলে রয়ে গেলেন। সে থাকুক আমার কোনও যায় আসে না। সে ছোট ছেলে। আমি তো আর বিজেপি নই রোজ গালাগালি দেবো। ভালো কাজ করলে সমর্থন করব। ভালো কাজ না করলে তখন বলব।

মুখ্যমন্ত্রী বলেন, আমি এখনও মনে করি ওকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, সৌরভ যাতে আইসিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেদিকে আপনি একটু নজর দেবেন।

Sourav Ganguly and Sachin Tendulkar

তিনি বলেন, সৌরভকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কেন তাঁর সঙ্গে এই বঞ্চনা করা হচ্ছে? ওর গাফিলতি কী রয়েছে? ওকে সারা বিশ্ব চেনে। আমরা ওর জন্য গর্বিত। ও কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নয়। তাই রাজনীতি থেকে বেরিয়ে সৌরভকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সৌরভকে সরিয়ে দেওয়ার পর থেকেই সরব হয়েছিল তৃণমূল। ফের সিএবির সভাপতি পদে লড়বেন বলে ঠিক করেছেন সৌরভ।