Scam: নির্দোষদের ধরলে আগুন জ্বলবে, বিস্ফোরক মদন মিত্র 

রাজ্যজুড়ে দুর্নীতির (scam) তদন্তে তৎপর হয়েছে ইডি ও সিবিআই। তদন্ত শুরু হওয়ার পর থেকেই নাম জড়িয়েছে একাধিক তৃণমূল হেভিওয়েট নেতা ও মন্ত্রীর। গ্রেফতার হচ্ছেন একের…

রাজ্যজুড়ে দুর্নীতির (scam) তদন্তে তৎপর হয়েছে ইডি ও সিবিআই। তদন্ত শুরু হওয়ার পর থেকেই নাম জড়িয়েছে একাধিক তৃণমূল হেভিওয়েট নেতা ও মন্ত্রীর। গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়করা। প্রতিনিয়তই বেড়ে চলেছে নামের তালিকা আগামী দিনে যা আরও সুদীর্ঘ হতে পারে। এই আশঙ্কার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এমনিতেই লাইমলাইটে থাকেন মদন মিত্র। বিস্ফোরক মন্তব্য করে আবারও একবার ফ্রন্টফুটে তিনি।

মদন মিত্র মন্তব্য করেছেন, “নির্দোষদের ধরলে আগুন জ্বলবে।” তাঁর কথায়, ‘যাকে পারেন ধরুন। কিন্তু আপনারা যদি মনে করেন শুধুমাত্র ভয় দেখাবার জন্যে এজেন্সি পাঠিয়ে ফাঁকা করে দেবো,তাহলে ফাঁকা করতে পারবেন না।” কালীপুজোর পরেই ডিসেম্বর মাসে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকারের ওপরে তাদের ক্ষমতার চূড়ান্ত‌ ব্যবহার করবে, এরকম কিছু স্পেসিফিক খবর তৃণমূল কংগ্রেসে কাছে এসে পৌঁছেছে বলে দাবি মদন মিত্রের। 

এরপরেই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তিনি বলেন,”যারা দোষী তাঁদের ধরুন। যদি নির্দোষদের ধরার চেষ্টা করেন তাহলে কিন্তু আগুন জ্বলবে। যে আগুন জ্বলবে তা যমুনার জল দিয়ে মেটানো যাবে না।” 

একইসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে তোপ দেগে বলেন,”আমি শুভেন্দুর মতো পালিয়ে যাব না।” বিজেপি ও সিপিএম এক হয়ে শলা-পরামর্শ করে তৃণমূল সরকারের বিরুদ্ধে জোরালো আঘাত হানতে চাইছে। কিন্তু কিছুদিন কিছু কাজ হবে না, তৃণমূল কংগ্রেসের নেতা- কর্মীরা একসাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবিলা করবে বলে দাবি মদনের।  

মানুষের উদ্দেশ্যে মদন মিত্র বলেন, তিনি শুধু তৃণমূলের বিধায়ক নয়। বিজেপির বিধায়ক, সিপিএমের বিধায়ক, কংগ্রেসের বিধায়ক, সাধারন মানুষের বিধায়ক। তাঁকে ফোন করলেই তিনি‌ মানুষের কাছে পৌঁছে যাবেন।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মদন মিত্রকে পাল্টা জবাব দেন। দিলীপ ঘোষ বলেন, “উনি বোধহয় জ্যোতিষ চর্চা করছেন আজকাল। ওনাদের দলের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হচ্ছে, বাইরে থেকে আনার প্রয়োজন নেই কিছু। উনি কত আগুন জ্বালিয়েছেন লোকে জেনেছে। এক বছর জেলের ভাত খেয়েছেন। এখনও সখ মেটেনি? এসব ডায়লগ দেবেন না। আপনাদের লোক খুঁজছে রাস্তায়। একা পেলে দেখবেন কি হয়!”