Happy Kiss Day: আরো কাছে …চুমু দিবসে মোদী-শাহ ঘনিষ্ঠতা মিম ভাইরাল

চুমু দিবস চলছে। সোমবার ভালোবাসা দিবস-ভ্যালেন্টাইনস ডে। সংঘ পরিবারের প্রবল অপছন্দের দুটি দিন। সেই দিন উপলক্ষ্যে ভাইরান মোদী-শাহ চুমুর ছবি। সোশ্যাল মিডিয়া জুড়ে ফের আলোচিত।…

চুমু দিবস চলছে। সোমবার ভালোবাসা দিবস-ভ্যালেন্টাইনস ডে। সংঘ পরিবারের প্রবল অপছন্দের দুটি দিন। সেই দিন উপলক্ষ্যে ভাইরান মোদী-শাহ চুমুর ছবি। সোশ্যাল মিডিয়া জুড়ে ফের আলোচিত। “Happy Kiss Day” হ্যাসটাগে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এমনকি কু-তেও ছড়িয়ে এই ছবি।নেটিজেনদের মধ্যে পক্ষে বিপক্ষে চলছে মতামত দান।

প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জুটি গুজরাট মন্ত্রিসভা থেকে শুরু। কেন্দ্রীয় মন্ত্রিসভায় এসে সম্পূর্ণতা পেয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদীর ডান হাত ছিলেন সে রাজ্যের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখনই ঘটেছিল গুজরাট গোষ্ঠীসংঘর্ষের বিতর্কিত গোধরা কান্ড। মোদীর সেই সরকার দেয় ‘ক্লিনটিট’। ক্ষুব্ধ হয়েছিলেন ততকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ী।

   

এরপর কেন্দ্রের এনডিএ সরকারেও সেই মোদী-শাহ জুটি। মোদী প্রধানমন্ত্রী ও শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ‘জুটি বেকারার’ বলে কটাক্ষের বাণ চলছে।

মোদী ও অমিত শাহের যুগলবন্দি সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, দেশের মধ্যে ধর্মীয় উস্কানি বেড়েছে এই সরকারের আমলে। উত্তর প্রদেশ, পাঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড বিধানসভা ভোটের আগে বিদ্বেষ আরও বেশি বলে অভিযোগ।

প্রধানমন্ত্রী পদে এটাই শেষবার মোদীর। দলীয় নিয়মঅনুসারে মেয়াদ অন্তে তিনি অবসরে যাবেন। তাঁর ভূমিকা নিতে পারেন অমিত শাহ, এমনই আলোচনা তীব্র। সংঘ পরিবারের নেক নজরে আছেন অমিত শাহ।