PAC: অধ্যক্ষ মুখ্যমন্ত্রীর কথার বাইরে কিছু জানেন না, কটাক্ষ দিলীপের

সোমবার পিএসির (PAC) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল রায়। সেই পদের জন্য কাকে বেছে নেওয়া হবে? তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। সেই পদে…

সোমবার পিএসির (PAC) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল রায়। সেই পদের জন্য কাকে বেছে নেওয়া হবে? তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। সেই পদে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নিয়ে আলোচনা শুরু হয়েছে৷ সেই জল্পনার মাঝেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কৃষ্ণ কল্যাণী বিজেপির সদস্য৷

এখান থেকেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা। বিধানসভা নির্বাচনের পর কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন তিনি। কিন্তু খাতায় কলমে তিনি এখনও বিজেপির বিধায়ক৷ তবে কী মুকুল রায়ের ফর্মুলায় তাঁকেই কী পিএসির চেয়ারম্যান পদে আনা হতে পারে? রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে গেছে। এবিষয়ে এবার কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, অধ্যক্ষ কিছু জানেন না। কিছুই খবর রাখেন না। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন সেটুকু জানেন। যেটুকু ওনাকে বলে দেওয়া হবে তার বাইরে কিছু জানেন না।

প্রসঙ্গত, বুধবারই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দাবি করেন, খাতায় কলমে কৃষ্ণ কল্যাণী বিজেপির সদস্য। উনি বাইরে কি বললেন সেটা দেখার বিষয় নয়। আইন মেনেই পিএসির চেয়ারম্যান পদে একজনকে নির্বাচিত করা হয়েছে। খুব শীঘ্রই নাম ঘোষণা করা হবে। তবে কার নাম ঘোষণা হবে? তা নিয়ে মুখ খোলেননি।

প্রথা অনুযায়ী পিএসির চেয়ারম্যান পদে বিরোধী দলের বিধায়কদের বসানো হয়। কিন্তু নিয়ম ভেঙে মুকুল রায়কে বেছে নেওয়া হয়েছিল৷ এবারেও নয়া জটিলতার সম্মুখীন হতে পারেন কৃষ্ণ কল্যাণী৷