Birbhum Violance: সংসদে ভেঙে পড়লেন রূপা, সিবিআই তদন্তের নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল

বীরভূমের গণহত্যাকাণ্ডে হাইকোর্টের জারি করা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও এতেও বিজেপির বড়সড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক…

বীরভূমের গণহত্যাকাণ্ডে হাইকোর্টের জারি করা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও এতেও বিজেপির বড়সড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার ছিল তা সব নেওয়া হয়েছে। আমরা রামপুরহাট কাণ্ডের সিবিআই-এর তদন্তের নির্দেশের বিরোধীতা করব না। আমরা তদন্তে সিবিআইকে সহযোগিতা করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের মনে হয় জনগণ রাজ্যে সাম্প্রতিক নির্বাচনগুলিতে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, তাই তারা একটি বৃহত্তর ষড়যন্ত্রের মাধ্যমে অন্যভাবে চেষ্টা করছে। সিবিআই, ইডিকে রাজনীতির জন্য ব্যবহার করছে বিজেপি।’

   

অন্যদিকে শুক্রবার রামপুরহাটের ঘটনায় সুর চড়ান বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলী। সেইসঙ্গে বগটুইয়ের গণহত্যার ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে সংসদেই কান্নায় ভেঙে পরেন রূপা। তিনি কেঁদে কেঁদে বলেন, ‘সেখানে গণহত্যা চলছে, মানুষ রাজ্য ছেড়ে পালাচ্ছে। পশ্চিমবঙ্গ আর বাসযোগ্য নয়।’