Miithun Chakraborty: গোখরোর’র ফোঁসে জেগে উঠবে বিজেপি, দলেই চলছে আলোচনা

বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে ঘুম উড়েছে কেন্দ্রীয় নেতাদের৷ জেলায় জেলায় বিজেপি নেতাদের দলবদল এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। আবার দলের ওপর গোঁসা…

Miithun Chakraborty

বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে ঘুম উড়েছে কেন্দ্রীয় নেতাদের৷ জেলায় জেলায় বিজেপি নেতাদের দলবদল এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। আবার দলের ওপর গোঁসা করে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরেছেন বহু দুধকুমার মণ্ডলদের মতো বহু তাবড় নেতা৷ এমত অবস্থায় বিজেপি নেতাদের মনোবল বাড়াতে বঙ্গ রাজনীতিতে কামব্যাক করছেন (Miithun Chakraborty) মিঠুন চক্রবর্তী। বিকেলে গেলেন বিজেপির সদর দফতরে। দেখা করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী বলেন, আমার সঙ্গে কথা হয়েছে, দল কিছু কাজ দিয়েছে, করব। যতদিন থাকব, দল কিছু কাজ দিয়েছে, করব। রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, কিন্তু হিংসার ঘটনায় কষ্ট পেয়েছি। দিল্লি থেকে যেভাবে বলবে, সেভাবেই কাজ করব। এছাড়াও দল অনেক বড় দায়িত্ব দিয়েছে৷ তা পালন করব৷ বিধানসভায় ৩ থেকে ৭৭ হয়েছে বিজেপি আমি এতেই খুশি৷

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বিজেপি সূত্রে খবর, গত দেড় বছরে জেলাস্তরে বিজেপির বহু নেতা তৃণমূলে যোগদানের জন্য পা বাড়িয়ে রেখেছেন। নীচুতলার কর্মীদের দলবদলে দুর্বল সংগঠনের আঁচ পেয়ে এখন দলবদলের জন্য পা বাড়িয়েছেন জেলাস্তরের নেতারা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই বিপুল সংখ্যক কর্মীরা অন্য দলে গেলেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে বিজেপি৷ তাই দলবদলে ইচ্ছুক নেতাদের আটকাতেই ‘মহাগুরু’কে ব্যবহার করতে চায় বিজেপি।

সম্প্রতি আরএসএসের একটি সমীক্ষায় দাবি করা হচ্ছিল ‘২৪ এর লোকসভা নির্বাচনে বনগাঁ এবং দার্জিলিং ছাড়া একটিও আসন বিজেপির কপালে জুটবে না৷ তার ওপর বিজেপির কেন্দ্রীয় কার্যসমিতির বৈঠকে শীর্ষ নেতাদের মুখে বাংলার প্রসঙ্গ উঠে আসতেই বোঝা যাচ্ছে বাংলায় একটাও আসন হাতছাড়া করতে নারাজ বিজেপি। তাই পঞ্চায়েত নির্বাচনের আগেই কোমর বেঁধে নামতে চাইছেন গেরুয়া শিবিরের নেতারা। সংগঠনের দেখভাল করতে পাঠানো হচ্ছে কেন্দ্রিয় মন্ত্রী। তাঁদের পাওয়া রিপোর্ট দেখেই পরবর্তী পদক্ষেপ স্থির করবেন কেন্দ্রের নেতারা৷

সূত্রের খবর, শুভেন্দু-সুকান্তদের সঙ্গে আগামীকাল থেকেই কোমর বেঁধে নামছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ২০২৪ এর তোরজোড় বিজেপি শুরু করতে চাইছে। কিন্তু সংগঠনের যা অবস্থা তাতে কোবরার ফোঁসে বিজেপির ঘুম কি ভাঙবে?প্রশ্ন রাজনৈতিক মহলে।