Amit Shah-Mamata Banerjee: অমিত শাহের সঙ্গে চিন্তন শিবিরে থাকবেন মমতা?

অমিত শাহের (Amit Shah) সঙ্গে চিন্তন শিবিরে উপস্থিত থাকবেন (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক জল্পনা তুঙ্গে। সমস্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ২৭ও ২৮ অক্টোবর চিন্তন শিবিরে…

Amit Shah-Mamata Banerjee

অমিত শাহের (Amit Shah) সঙ্গে চিন্তন শিবিরে উপস্থিত থাকবেন (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক জল্পনা তুঙ্গে। সমস্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ২৭ও ২৮ অক্টোবর চিন্তন শিবিরে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হরিয়ানার (Haryana) ফরিদাবাদ সূরজকুণ্ডে হবে চিন্তন শিবির৷ সেখানে সমস্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পেয়েছেন মমতা। তাঁরই হাতে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দফতর।

নবান্ন সূত্রে খবর, ৩০ সেপ্টম্বর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয়েছে। সেখানে স্বরাষ্ট্রসচিব ও ডিজিদের আমন্ত্রণ জানানো হয়েছে। দু’দিন ধরে সাতটি পর্বে হবে চিন্তন শিবির৷ শুরু ও শেষে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ গোটা পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে চার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের। সাত আটটি রাজ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রেজেন্টেশন দেবে বলে খবর। এমনকি আমিত শাহের সঙ্গে আলোচনাও হতে পারে৷ সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে।

উল্লেখ্য, সম্প্রতি একাধিক দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে ইডি ও সিবিআই অভিযান চলেছে। নিশানায় রয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেস নেতারা। কেন্দ্রীয় এজেন্সি ও বিজেপির ভূমিকা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মোদীর আংশিক পক্ষ নিয়ে নাম না করে তোপ দেগেছেন অমিত শাহের দিকে।
রাজনৈতিক মহলের ধারণা, বারবার কেন্দ্রীয় মন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই মমতার সেটিং তত্ত্বের কথা তুলে কটাক্ষ করেছেন বিরোধীরা। এবার সরকারি বৈঠক হলেও একই তত্ত্ব তুলে ধরে কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছপা হবে না বিরোধী পক্ষ৷ তাই মমতার হরিয়ানা সফর নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।