ছাতা কাহিনি: Umbrella বিতর্কে ছাত্রী নয়, শিক্ষা ব্যবস্থার দিকে আঙুল তুললেন শ্রীলেখা

Umbrella debate: সোমবার উচ্চমাধ্যমিকে অকৃতকার্য ছাত্রছাত্রীরা আচমকাই বিকাশ ভবন ঘেরাও অভিযান করেছিল। যেখানে গিয়ে তারা বিক্ষোভ জানিয়ে বলেছিল তাদের পাশ করিয়ে দিতে হবে। তাদের একটাই…

Srilekha Mitra

Umbrella debate: সোমবার উচ্চমাধ্যমিকে অকৃতকার্য ছাত্রছাত্রীরা আচমকাই বিকাশ ভবন ঘেরাও অভিযান করেছিল। যেখানে গিয়ে তারা বিক্ষোভ জানিয়ে বলেছিল তাদের পাশ করিয়ে দিতে হবে। তাদের একটাই দাবি, তারা সব বিষয়ে পাশ করে গেলেও তাদের ইংরেজিতে ফেল করিয়ে দেওয়া হয়েছে। তাই একটা বিষয়ের জন্য তাদের গোটা বছরটা যাতে নষ্ট না হয় সেই দাবি করেছিল। যদিও শিক্ষা সংসদের সভাপতি জানিয়ে দিয়েছে, কোনও ভাবেই তাদের পাস করানো যাবে না।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কিন্তু এই পুরো ঘটনার মধ্যে একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে। যেখানে সংবাদমাধ্যমে তরফে কিছু ছাত্র ছাত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে ছাতার ইংরেজি শব্দ Umbrella বানান বলতে বলা হলে সেখানে এক ছাত্রী এমন বানান বলেছে যে গোটা শিক্ষিত সমাজ বলে উঠলো তাদের ফেল করাটাই সঠিক সিদ্ধান্ত ছিল। এবার সেই নিয়ে মন্তব্য করলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

ছাত্রীদের দিকে আঙ্গুল না তুলে রাজ্যে শিক্ষা ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন তুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি জানিয়েছেন, Umbrella কেন ambrela হল? সেটা ভাবুন’। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ওদিকে গরমের ছুটি আবার বাড়লো, চলো এনজয়।