আনিস খানের ভাইকে খুনের ছক, সরকার দুষ্কৃতীদের আড়াল করছে: মীনাক্ষী

রহস্যজনকভাবে মৃত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) ভাইকে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় রাজ্য সরগরম। শুক্রবার গভীর রাতে মাথায় কোপানো হয়। রক্তাক্ত সলমন উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন।…

রহস্যজনকভাবে মৃত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) ভাইকে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় রাজ্য সরগরম। শুক্রবার গভীর রাতে মাথায় কোপানো হয়। রক্তাক্ত সলমন উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন। তার ওপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দাবি DYFI নেত্রী মীনাক্ষী মুখার্জির (Minakshi Mukherjee)। তিনি এই ঘটনায় সরাসরি রাজ্য সরকার ও পুলিশের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। জলপাইগুড়িতে সিপিআইএমের (CPIM) যুব নেত্রীর দাবি, সরকার ও পুলিশ মিলিতভাবে দুষ্কৃতীদের আড়াল করছে।

শনিবার জলপাইগুড়িতে মীনাক্ষী বলেন, ‘আনিসের পরিবারের উপর হামলা এই নতুন নয়। আগেও হয়েছে। আনিসের দাদা সলমন খানের উপর হামলা চালানো হয়েছে। আনিসের পুরো পরিবার বার বার আক্রমণের মুখে পড়ছে। পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। সরকার ও পুলিশ মিলিতভাবে দুষ্কৃতীদের আড়াল করছে। কেন সিট তদন্ত করবে। কেন সিবিআই তদন্ত করবে না। পুলিশের সামনে হামলা হচ্ছে।

জখম সলমনের স্ত্রীর অভিযোগ, এর আগে দুই বার হামলা চালানো হয়েছে তাঁর স্বামীর ওপর। কিন্তু প্রতিবারে প্রাণে বেঁচে যান তিনি। হাসপাতালে সলমন বলেন, শুক্রবারের ঘটনার পর স্ত্রীর চিৎকারে অল্পের জন্য প্রাণরক্ষা হয়।

গত ফেব্রুয়ারি মাসে হাওড়ায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকে ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। তিনি বাম সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার রহস্যজনক মৃত্যু তদন্তের মূল সাক্ষী সলমন। তাকেই শুক্রবার খুন করানোর পিছনে কারা তা নিয়ে তীব্র আলোচনা চলছে।এই ঘটনায় ফের বাম যুব সংগঠন রবিবার থানা ঘেরাও করবে বলে জানয়েছে।

এর আগে আনিস খুনের প্রতিবাদে বাম যুবনেত্রী তথা সিপিআইএমের অন্যতম নেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বিরাট আন্দোলন ও থানা ঘেরাও অভিযানে সরগরম হয়েছিল রাজ্য। রবিবার সেরকমই কিছু ঘটতে চলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে।