রূপা বড় নেত্রী, কোথায় যাবেন নিজেই যাবেন: দিলীপ ঘোষ

তৃণমূল কংগ্রেস (TMC) রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করে জল্পনা বাড়িয়েছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তৃণমূলের আসন্ন ২১ জুলাই মঞ্চে দেখা যাবে রূপাকে, এই…

তৃণমূল কংগ্রেস (TMC) রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করে জল্পনা বাড়িয়েছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তৃণমূলের আসন্ন ২১ জুলাই মঞ্চে দেখা যাবে রূপাকে, এই প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেন, সেটা ও বলতে পারবেন৷ আমি কোনও বড় নেতা নেত্রীর খবর রাখি না।

বুধবার সকাল বিমানবন্দরে দিলীপ ঘোষকে রূপা গঙ্গোপাধ্যায়ের দলবদল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার জানা নেই। আমি বড় নেতা নেত্রীর খবর রাখিনা৷ একইসঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পোস্ট নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি জানি না৷ আমি কাউকে গালাগালি করি না৷ যে যার মনের ব্যাপার৷ কোথায় যাবেন, তাঁরা নিজেরাই বলতে পারবেন৷

পড়ুন: দ্রৌপদীকে ঘরে আনছেন মমতা, জল্পনা তীব্র

বুধবার দক্ষিণ কলকাতায় সামাজিক অনুষ্ঠানে রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় কুণাল ঘোষকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, রূপা গঙ্গোপাধ্যায় আলাদা দলে রয়েছেন। আমরা রাজনৈতিকভাবে এক নই। আলাদা দলে রয়েছি। রূপা গঙ্গোপাধ্যায় আমার দিদির মতো। আমরা যখন কিশোর তরুণ তখন সারা ভারত কাঁপাচ্ছেন দ্রৌপদী হিসাবে। বিভিন্ন রকমের চরিত্রে ভালো অভিনয় করেছেন। তাঁর সঙ্গে একটি সামাজিক গেট টুগেদারে দেখা হয়েছিল। আমি আশা করি আমার সঙ্গে একজন সিনিয়র দিদি হিসাবে দেখা হয়েছে। এনিয়ে রাজনৈতিক কোনও চর্চা হবে না।

এবিষয়ে অবশ্য রূপা গঙ্গোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, কুণাল ঘোষের সঙ্গে তাঁর কথা হয়েছে। কথা বললেই অন্য দলে যেতে হবে এমনটা কোনও মানে নেই।