Rujira Banerjee Coal Scam: ওনার উচিৎ গিয়ে দেখা করা, রুজিরার গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ

কয়লা পাচারকাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লির পাতিয়ালা হাইকোর্ট। অভিযোগ, বারবার ইডির হাজিরা…

কয়লা পাচারকাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লির পাতিয়ালা হাইকোর্ট। অভিযোগ, বারবার ইডির হাজিরা এড়িয়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন রুজিরা। এবার রুজিরাকে বিশেষ পরামর্শ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ওনার উচিৎ গিয়ে দেখা করা।

দিলীপ ঘোষ বলেন, এর আগেও ওনাকে ডাকা হয়েছে। ইডির তদন্তে সহযোগিতা করেননি বলেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিছু না করে থাকলে ভয়ের কী আছে। এতজনকে ইডি সিবিআই ডাকছে। আর ইডি ডাকছে মানেই চুরি হয়েছে এমনটা মনে করার প্রয়োজন নেই৷ তবে তিনি এই কাজের সঙ্গে যুক্ত তার তথ্য প্রমাণ পেতেই তলব করা হচ্ছে। এমন ডাক আমাদের ক্ষেত্রেও আসতে পারে৷

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে তলবের পরেই তৃণমূলের তরফে জানানো হয় প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। পাল্টা দিলীপ ঘোষ বলেন, প্রতিহিংসা কোথায় হচ্ছে সে তো বোঝাই যাচ্ছে। কাউকে চিঠি দিলে প্রতিহিংসা হয় তা জানা নেই। কিন্তু যারা সব সময় প্রতিহিংসা নিয়ে চিন্তা করে তাঁদের মাথাতেই একথা আসে।

উল্লেখ্য, কয়লা পাচারের টাকা কার অ্যাকাউন্টে যেত তা জানতেই অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি৷ এর আগে তাঁর বাসভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। পরে দিল্লির সদর দফতরে একাধিকবার তলব করা হলেও এড়িয়ে যান রুজিরা। এর পরেই আদালতের তরফে রুজিরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।