রান্নার জন্য আগুন জ্বালানো মুশকিল, নজর ঘোরাতে ধর্মীয় বিতর্ক: মহম্মদ সেলিম

কালী নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mouha Moitra)মন্তব্যে সারা দেশজুড়ে সীমাহীন বিতর্ক ছেয়ে গেছে। তৃণমূল সাংসদকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বিজেপি। অন্যদিকে বিজেপির উদ্দেশ্যে পাল্টা…

কালী নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mouha Moitra)মন্তব্যে সারা দেশজুড়ে সীমাহীন বিতর্ক ছেয়ে গেছে। তৃণমূল সাংসদকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বিজেপি। অন্যদিকে বিজেপির উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নিজেকে ‘কালীর ভক্ত’ প্রমাণ করার চেষ্টা করছেন তৃণমূল সাংসদ৷ এই বিতর্কে জল ঢাললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কলকাতা ২৪x৭ কে সেলিম বলেন, জিনিসপত্রের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম এত বাড়ছে যে রান্না করার জন্য লোকে আগুন জ্বালাতে পারবে না৷ প্রাথমিক প্রচার মাধ্যমকে ব্যবহার করে, পেট চালনোর পরিকল্পনায় ধর্মান্তরিত রাজনীতির এবং অসহিষ্ণুতার চাষ হচ্ছে৷

তৃণমুল ও বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বর্ষীয়ান নেতা বলেন, এই বিতর্ক ইচ্ছে করে সংবাদমাধ্যমকে ব্যবহার করে জিইয়ে রাখা হচ্ছে৷ তাই হিন্দুস্থান-পাকিস্তান, হিন্দুত্ববাদ, মা কালী এই সব নিয়ে ভাগাভাগি করতে চায়। এগুলোতে কিছু ভাড়াটে লোক পাওয়া যায়। তারা এক একটা দলে এক একটা ঝান্ডা নিয়ে ব্যবহার করে। আবার প্রয়োজন হলে সেই দল তাঁর ঝান্ডা বদলও করে দেয়৷ কিন্তু আসলে মানুষের সমাজটাকে ভাগ করা হয়। তাঁদের মগজের মধ্যে অসহিষ্ণুতা এবং ঘৃণাকে বাড়িয়ে দেওয়া হয়৷ যুক্তিবাদকে বন্ধ করে দিয়ে ধর্মাশ্রিত আবেগকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে।

তবে কালী বিতর্কের অবসান এত সহজে হচ্ছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, বৌ বাজার থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপির মহিলা মোর্চা। রাজ্য পুলিশের তরফে ব্যবস্থা না নেওয়া হলে অবিলম্বে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের ব্যখা, বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। এই ইস্যুকে হাতিয়ার করে আসন্ন নির্বাচনে হাল ফেরানোর চেষ্টা করছে বিজেপি৷ বিজেপি নেতাদের এই প্রয়াস বাস্তবের মাটিতে কতটা সাফল্য পাবে? সেদিকে তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা৷