ফের পাঞ্জাবের ঘর ভাঙতে পারে বিজেপি

পাঞ্জাবের পর এবার হরিয়ানায় ঘর ভাঙতে চলেছে কংগ্রেসের। পাঞ্জাব ও গুজরাটে ইতিমধ্যেই বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। পাঞ্জাবের প্রবীণ নেতা সুনীল জাখর, কংগ্রেসের সঙ্গে বিগত কয়েক…

পাঞ্জাবের পর এবার হরিয়ানায় ঘর ভাঙতে চলেছে কংগ্রেসের। পাঞ্জাব ও গুজরাটে ইতিমধ্যেই বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। পাঞ্জাবের প্রবীণ নেতা সুনীল জাখর, কংগ্রেসের সঙ্গে বিগত কয়েক দশকের সম্পর্ক ছিন্ন করে, প্রথমে দল ত্যাগ করেন এবং তারপরে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। গুজরাট কংগ্রেসের কার্যকরী সভাপতি থাকা হার্দিক প্যাটেলও দল ছেড়েছেন। এবার কি হরিয়ানাতেও ধাক্কা খেতে চলেছে কংগ্রেস? এই প্রশ্নগুলি উঠছে কারণ প্রবীণ কংগ্রেস নেতা কুলদীপ বিষ্ণোই দলের শীর্ষ নেতৃত্বের উপর বিরক্ত প্রকাশ করেছেন।

সূত্রের খবর, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজন লালের ছেলে কুলদীপ বিষ্ণোইকে বোঝানোর চেষ্টাও করেছেন কংগ্রেস নেতারা। যদিও নীরবতা বজায় রেখেছেন এই প্রবীণ কংগ্রেস নেতা। এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিকে ঘিরে জল্পনা শুরু হয়েছে। যেখানে তাঁকে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে দেখা গিয়েছে।

হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ‘বিদ্রোহী’ কংগ্রেস নেতা

কুলদীপ বিষ্ণোই এবং সিএম খট্টরের ছবিটি হরিয়ানার গুরুগ্রাম শহরের বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী খট্টরের সঙ্গে কুলদীপ বিষ্ণোইয়ের এই ছবি প্রকাশ্যে আসার পর বিষ্ণোই হাত ছেড়ে বিজেপির হাত ধরবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে, গুরুগ্রামে এসে সিরসার সাংসদ সুনীতা দুগ্গল এর প্রতিক্রিয়ায় বলেন, কুলদীপ বিষ্ণোইকেই সিদ্ধান্ত নিতে হবে কী করতে হবে। তিনি আরও বলেন, কুলদীপ বিষ্ণোই অতীতে বিজেপির অংশ ছিলেন। এই অবস্থায় তাঁরা যদি ফের দলে ফেরার কথা ভাবছেন, তাহলে তাঁরা তাঁদের স্বাগত জানাবেন।