‘দাদামণি’ যাঁদের চাকরি দিয়েছিলেন তারা ঘেরাও করবে, মমতার কটাক্ষ শুভেন্দুকে

  শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়েছে। সরকারের মুখ পুড়ছে। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী নাম না করে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু…

 

শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়েছে। সরকারের মুখ পুড়ছে। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী নাম না করে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, ১ লক্ষ চাকরি হলে ভুল হতেই পারে। ভুল সংশোধনের সুযোগ দিতে হবে। আমি সেজন্য সাড়ে ৫ হাজার চাকরির কথা বলেছি। দাদামণি বলছেন ১৭ হাজার জনের চাকরি যাবে। তাহলে দাদামণি যাঁদেরকে চাকরি দিয়েছেন, তাদের কী হবে? তারা কী বিজেপি বিধায়ক এবং সাংসদদের বাড়িতে ধর্না দেবে?

মুখ্যমন্ত্রী বলেন, মুর্শিদাবাদ, দিনাজপুর, পুরলিয়ায় দাদামণিরা প্রচুর চাকরি দিয়েছেন, তাদের কি হবে? সরকারে থাকাকালীন প্রচুর মানুষকে চাকরি দিয়েছেন।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন হই হট্টগোল শুরু করে বিজেপি। ওয়াক আউটের সিদ্ধান্ত নেন বিজেপি বিধায়করা।

আর বিধানসভা একইসাথে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা সেনাবাহিনীর ঘোষিত করা হয়নি। এটা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে। ২০২৪ এর নির্বাচনে ক্যাডার তৈরি করতেই এই ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ৪ বছরের চাকরি চলে গেলে কি হবে কেউ জানে না। অথচ সবাই বন্দুক চালানোর লাইসেন্স পেয়ে গেল। এটা সেনা বাহিনীকে অপমান।