মমতার নির্দেশে প্রশাসন ভেঙে পড়েছে, হামলার পর বললেন নিশীথ

কোচবিহারে (Coochbehar) আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয় মন্ত্রী নিশীথ প্রামানিক রিপোর্ট দিচ্ছেন অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নেওয়া হচ্ছে খোঁজ কোচবিহারে (Coochbehar) বিজেপির কর্মসূচিতে যাওয়ার সময়…

  • কোচবিহারে (Coochbehar) আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়
  • মন্ত্রী নিশীথ প্রামানিক রিপোর্ট দিচ্ছেন অমিত শাহকে
  • স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নেওয়া হচ্ছে খোঁজ

কোচবিহারে (Coochbehar) বিজেপির কর্মসূচিতে যাওয়ার সময় হামলার মুখে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয়। পরে তাঁকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তা রক্ষীরা। ঘটনার জেরে উত্তপ্ত কোচবিহার থেকে কলকাতা ও দিল্লি। বৃহস্পতিবার কোচবিহারের সিতাইয়ে হামলার পর কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, হামলা করা তৃণমূলের সংস্কৃতি।

তিনি বলেন, আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। ভোটের পর যে সমস্ত কর্মীরা তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়াতেই আমরা এখানে এসেছিলাম। তৃণমূলের সাংগঠনিক ভিত নেই। তারা মানুষকে ভয় দেখাচ্ছে। মহিলা-পুরুষ নির্বিশেষে সকলের ওপর হামলা হয়েছে। তৃণমূলের বোঝা উচিত মানুষ তাদের পাশে নেই। তাদের মাথায় রাখা উচিত মানুষের পাশে থেকে সমর্থন আদায় করতে হয়।

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বনাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বাকযুদ্ধ চলছেই
  • নিশীথ প্রামানিক ও উদয়ন গুহ পরস্পর গরম মন্তব্য করে চলেছেন

সম্প্রতি নিশীথের গোঁফ দাড়ি উপড়ে ফেলার নিদান দিয়েছিলেন দিনহাটার তৃ়ণমূল কংগ্রেস বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেছিলেন, ভোটে জেতার পরে আর এলাকায় ঢোকেননি নিশীথ প্রামাণিক। দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে। কেউ অশান্তি করতে এলে ফোন করে জানাবেন। সে যাতে পঞ্চায়েত ভোটের আগে জেল থেকে ছাড়া না পায়, সেই ব্যবস্থা করব।

মন্ত্রী উদয়নের এমন মন্তব্যের পর কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃ়ণমূল কংগ্রেস।

বুধবার দিল্লি থেকে ফিরে ব়ৃহস্পতিবার কোচবিহারে গোসানিমারী মন্দিরে পুজো দিয়ে বিজেপির কর্মীসভায় যাচ্ছিলেন নিশীথ প্রামানিক। সিতাইতে দলীয় সভাতে তিনি যাওয়ার পথে শুরু হয় হামলা। অভিযোগ সিতাই যাওয়ার পথে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় রুখে দেন দিনহাটার গোসানিমারির কিছু তৃণমূল কংগ্রেস সমর্থক। তারা বাঁশ নিয়ে তেড়ে আসেন বলে অভিযোগ। এর পরই এলাকার বিজেপি সমর্থকরা ছুটে আসেন মন্ত্রীকে রক্ষা করতে। দুপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়।

জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সুরক্ষাকর্মীরা কোনও রকমে নিশীথ প্রামানিককে সরিয়ে নিয়ে যান। কনভয়ের পিছনে তাড়া করেন তৃ়ণমূল সমর্থকরা।

পরে নিশীথ প্রামানিক বলেন, তৃণমূলের গুন্ডারা জানে না, আমার মুখোমুখি হলে কী সমস্যা হতে পারে। আমরা প্রশাসনিকভাবে এর মোকাবিলা করব। পুলিশের একটা অংশ তৃণমূ্লের দলদাসে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুরো প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করা উচিত। মন্ত্রী বলেন, এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট পাঠাবেন।