মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ি কালো কালিতে লিপ্ত: সুকান্ত মজুমদার

ইডি, সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে টানা দুই ধরে আন্দোলন করছে তৃণমূল। সেই ঘটনা নিয়ে এবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য বিজেপির সভাপতি…

Sukanta Majumde

ইডি, সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে টানা দুই ধরে আন্দোলন করছে তৃণমূল। সেই ঘটনা নিয়ে এবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য বিজেপির সভাপতি (Sukanta Majumdar) সুকান্ত মজুমদার৷ তাঁর কথায়, মাননীয়া মুখ্যমন্ত্রীর সাদা শাড়ি এই মুহুর্তে কয়লা, পাথর এবং গোরু পাচারের কালো কালিতে লিপ্ত৷

তিনি আরও বলেন, চোরেদের বাঁচানোর জন্য এই আন্দোলন৷ আমরা যেন চোর ধরো জেল ভরো আন্দোলন করছিলাম৷ তৃণমূল এখন চোর বাঁচাও আন্দোলন করছে ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে৷ তাঁদের দলের নেতারা কী পরিমাণ চুরি করেছে৷ আগা থেকে গোড়া অবধি আপাদমস্তক এরা পাপে কালো হয়ে গেছে৷ এই চোরদেরকে থাকার জন্য, চোরের মায়ের বড় গলা আমরা যেভাবে বলি। তৃণমূল তাই আন্দোলন করছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সম্প্রতি শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির কারণে কারাবাসে পার্থ চট্টোপাধ্যায়। ইডির গ্রেফতারির সম্ভাব্য তালিকায় তৃণমূলের বহু নেতারা। একইসঙ্গে গোরু পাচার কান্ডে বীরভূমের ডাকাবুকো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই৷ তাই ইডি ও সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির সহ অন্যান্য বিরোধী দলগুলি৷ এবার তাতে সুর সপ্তমে চড়ালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

নিয়োগ দুর্নীতিতে জর্জরিত তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিজেপি। জেলায় জেলায় কর্মসূচির পাশাপাশি নবান্ন অভিযানের ডাক দিয়েছে৷ আগামী দিনে এই ইস্যুতেও উত্তপ্ত হতে পারে রাজ্য রাজনীতি। এমনটাই আঁচ পাচ্ছে রাজনৈতিক মহল৷