‘দ্য কাশ্মীর ফাইলস’ নির্মাতাদের সঙ্গে জঙ্গি যোগ নিয়ে সরব বিজেপি শরিক

বিতর্কিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি নিয়ে সর্বত্র আলোচনা চলছে।এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির শরিক দল হিন্দুস্তান আওয়াম মোর্চার নেতা জিতনরাম মাঝি। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ,…

বিতর্কিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি নিয়ে সর্বত্র আলোচনা চলছে।এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির শরিক দল হিন্দুস্তান আওয়াম মোর্চার নেতা জিতনরাম মাঝি। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই ছবির নির্মাতাদের সঙ্গে জঙ্গিদের যোগসাজশ রয়েছে।

জিতনরাম টুইট করে বলেন, কাশ্মীর ফাইলস জঙ্গিদের এক বড় মাপের ষড়যন্ত্র হতে পারে। এই ছবি দেখিয়ে জঙ্গিগোষ্ঠীগুলি কাশ্মীরী ব্রাহ্মণদের মধ্যে নতুন করে ভয়-ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। জঙ্গিদের লক্ষ্য হল, কাশ্মীরের ব্রাহ্মণরা আর যেন সেখানে ফিরে না যায়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, অবিলম্বে কাশ্মীর ফাইলসের নির্মাতাদের সকলের বিরুদ্ধে তদন্ত করা উচিত। এই ছবির নির্মাতাদের সঙ্গে জঙ্গিদের ঘনিষ্ঠ যোগ রয়েছে।

গত সপ্তাহে মুক্তি পাওয়ার পর ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে দ্য কাশ্মীর ফাইলস। মাত্র এক সপ্তাহের মধ্যেই ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। তবে এই ছবির শুরু থেকেই জড়িয়ে বিতর্ক।

১৯৯১ সালে কাশ্মীরি পণ্ডিতদের উপর যে নির্যাতন হয়েছিল তা নিয়েই এই ছবি তৈরি হয়েছে। সেই বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবারই বিহারের এনডিএ সরকার এই ছবিটিকে করমুক্ত ঘোষণা করেছে। এই ঘোষণার পরেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিঃসন্দেহে রাজনৈতিক মহলের কাছে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে।

যদিও চলচ্চিত্র সমালোচকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত বলিউডে এ ধরনের সাহসী ছবি তৈরি হয়নি। প্রথম থেকেই এই ছবির প্রশংসায় পঞ্চমুখ বিজেপি। দলের নেতা নরেন্দ্র মোদী নিজেও এই ছবিটি দেখেছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন। বিজেপি শাসিত একাধিক রাজ্যে ইতিমধ্যেই এই ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। বিজেপি শাসিত কয়েকটি রাজ্য ঘোষণা করেছে, পুলিশ কর্মীরা যদি এই ছবিটি দেখতে যান তাহলে তাঁদের জন্য বিশেষ ছুটির মঞ্জুর করা হবে।

ছবির নির্মাতা বিবেক অগ্নিহোত্রী জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। যে কারণে তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।