Nabanna Aviyan: আটক শুভেন্দু অধিকারী, বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি

বিজেপির নবান্ন অভিযান ঘিরে জেলায় জেলায় ধুন্ধুমার পরিস্থিতি। একাধিক জেলায় বিজেপি নেতাদের পথ আটকানো হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সাঁতরাগাছির কাছে আটকানো হল শুভেন্দু অধিকারী…

বিজেপির নবান্ন অভিযান ঘিরে জেলায় জেলায় ধুন্ধুমার পরিস্থিতি। একাধিক জেলায় বিজেপি নেতাদের পথ আটকানো হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সাঁতরাগাছির কাছে আটকানো হল শুভেন্দু অধিকারী এবং লকেট চট্টোপাধ্যায়কে। পুলিশের উদ্দেশ্যে একাধিক মন্তব্য করেন তিনি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, লেডি কিমের পুলিশ পথ আটকেছে। রাজ্যকে নর্থ কোরিয়া বানিয়ে দিয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তাঁর অভিযোগ, কমপক্ষে দেড় লক্ষ মানুষকে আটকানো হয়েছে। এছাড়াও হাওড়া ময়দান এলাকায় ১০ হাজার লোক এবং সাঁতরাগাছিতে ১০ হাজার লোক এসে জমায়েত হয়েছে। আমাদেরকে আটকানো হয়েছে। আমাদের এটা ঘোষিত কর্মসূচি। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের প্রশ্ন, এত কীসের ভয়? গতকাল থেকে আমাদের কর্মীদের আটকে দেওয়া হচ্ছে। সেখান থেকেই স্লোগান তুলতে শুরু করেন শুভেন্দু এবং লকেট।

বেশ কিছু সময় ধরে পুলিশের সঙ্গে বিরোধী পক্ষের দুই নেতৃত্বের মধ্যে বচসা চলে। লকেট চট্টোপাধ্যায় বলে, এই পাঁচিল দিয়ে কিছু হবে না। মানুষের মনের মধ্যে যে পাঁচিল, তা ভেঙে গেছে। এর পরেই একে একে কর্মীরা জমায়েত হতে শুরু করে। এরপর একে একে রাহুল সিনহা ও লকেট চট্টোপাধ্যায়দের আটক করে নিয়ে যাওয়া হয়। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে আটক করা হয়। প্রিজন ভ্যানে তাঁদেরকে তোলা হয়।