BJP সরকার গঠন হতে পারে ডিসেম্বরে: দিলীপ ঘোষ

২০২৬ সালে নয়, পশ্চিমবঙ্গে ২০২৪ সালেই সরকার গঠন করবে বিজেপি৷ একথা বারবার দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের বাংলায় সরকার গঠন করার কথা বলে…

Dilip-Mamata

২০২৬ সালে নয়, পশ্চিমবঙ্গে ২০২৪ সালেই সরকার গঠন করবে বিজেপি৷ একথা বারবার দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের বাংলায় সরকার গঠন করার কথা বলে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ালেন (BJP) বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি (Dilip Ghosh) দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, ভোট এখন নেই। হয়তো হতেও পারে ডিসেম্বরের শেষে। আবার বিধানসভার ভোট দিতে হতে পারে৷ তাঁর কথায়, সরকারের কোনও ভরসা নেই৷ সরকারের অবস্থা পদ্মপাতার ওপর জলের মতো৷ এই আছে এই নেই৷ আমরা মধ্যপ্রদেশে হেরে গিয়েছিলাম। তারপরে আমাদের সরকার হয়ে গেল৷ কর্ণাটকে হেরে গিয়েছিলাম৷ সরকার আমাদের৷ মহারাষ্ট্রে হেরে গিয়েছিলাম৷ আড়াই বছর পরে সরকার আমাদের৷

এরপরেই দিলীপ ঘোষ  বলেন, তোমাদেরও দেড় বছর হয়ে গেছে৷ যাও বাড়ি যাও। তোমার ঘুম পেয়েছে বাড়ি যাও। বিজেপি আছে লাইনে। নির্বাচন করতে হবে না৷ সরকার এমনিই হয়ে যাবে৷ এই যারা আমাদের পার্টি ছেড়ে ওই দিকে গেছেন এমএলএরা৷ সব ব্যাটা আসবে৷ গ্রুপ সমেত। ৪টে, ৫টা নিয়ে আসবে৷ দাদা আমাকে চেয়ারম্যান করে দিন। ৫ পিস এনেছি৷ দাদা আমাকে মন্ত্রী করে দিন। ৯ পিস এনেছি৷

তাঁর সংযোজন, মুরগি ধরে নিয়ে আসবে সব ব্যাটারা। সরকার হবে বিজেপির। সেজন্য এই লুঠ শেষের দিকে চলে এসেছে। সিবিআই আর ইডির থেকে পার পাবে না। পুজোটা খুশিতে দেখতে হবে না৷ দিলীপ ঘোষের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলের তোলপাড়।