Anubrata mandal: লক্ষ্য পঞ্চায়েত ভোট! জেলে থেকেই ঘুটি সাজাচ্ছেন কেষ্ট

গরু পাচার মামলায় ১১ অগাস্ট থেকে জেল হেফাজতে রয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata mandal)। জেলে থাকলেও পঞ্চায়েত নির্বাচন নিয়ে চিন্তিত কেষ্ট। জেল…

Anubrata Mandal

গরু পাচার মামলায় ১১ অগাস্ট থেকে জেল হেফাজতে রয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata mandal)। জেলে থাকলেও পঞ্চায়েত নির্বাচন নিয়ে চিন্তিত কেষ্ট। জেল থেকেই দলের নেতাদের বার্তা দিয়ে চলেছেন তিনি। পঞ্চায়েত ভোটের জন্য স্ট্রাটেজি তৈরি করছেন। কেষ্টদার বার্তাকে শিরোধার্য করে আগামী দিনে ঝাঁপিয়ে পড়তে চান বীরভূম জেলা ও ব্লক স্তরের নেতারা।

তৃণমূলের ক্ষমতায় আসার আগে থেকেই বীরভূমে দাপিয়ে বেড়াচ্ছেন অনুব্রত। তাঁর কথাতেই বাঘে গরুতে জল খায় এমনটা শোনা যায়। ভোটের আগে তাঁর দাওয়াই রাজ্য রাজনীতির মহলকে উত্তপ্ত করেছে। তাঁকে নজরবন্দি করেও কোনও লাভ হয়নি। তাই জেলে বসেই পঞ্চায়েত ভোটের জন্য ঘুটিটা সাজিয়ে ফেলছেন। 

এই মুহুর্তে বীরভূমের পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বে কে রয়েছেন? সেই নিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন অনুব্রত। যদি সেই জায়গায় বদল আনা হয়ে থাকে তাহলে জেলার কোনও নেতাকেই দায়িত্ব দেওয়া হয়েছে কি না! সবটা জেনেই পদক্ষেপ নিচ্ছেন তিনি। একইসঙ্গে দলের নেতাদের উদ্দেশ্যে করা দাওয়াই দিয়ে তিনি বলেছেন, পঞ্চায়েত ভোটে কোনও রকম গ্রুপবাজি চলবে না। তিনি দলের উদ্দেশ্য আরও বার্তা দিয়েছেন, সারাজীবনের জন্য তিনি জেলে থাকবেন না।‌ শুধুমাত্র দলের নেতৃত্বদের উদ্দেশ্য নয় বরং মানুষের মধ্যেও সেই বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 

যদিও জেলে থেকেই অনুব্রত মণ্ডল যে রণনীতি সাজাচ্ছেন তা আগে থেকেই স্পষ্ট করেছিলেন সাংসদ শতাব্দী রায়। তিনি ফিজিক্যালি উপস্থিত না থাকলেও, তাঁর মতামত নিয়ে দল চলছে বলেই জানিয়েছিলেন শতাব্দী। অনুব্রত মণ্ডলকে বহুবার বিরোধীরা সরাসরি গুন্ডা বলে অভিহিত করেছে। অনুব্রতর অনুপস্থিতিতে এবার নির্বাচন অনেকটাই শান্তিপূর্ণ হবে বলে মনে করছে বিরোধীরা। তবে গুণ্ডামির দাপট থাকবে বলেও মনে করছেন তাঁরা। তবে অনুব্রতকে পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রতকে ছেড়ে দেওয়া হলে রক্তাক্ত হবে বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।