অভিষেকের ডানা ছাঁটতেই আসানসোলে প্রার্থী শত্রুঘ্ন, দাবি বিজেপির

রাজ্যের দুই উপনির্বাচনে বিজেপির দুই প্রাক্তন সাংসদকে প্রার্থী করেছে তৃণমূল। যাদের মধ্যে একজন আবার বিহারের বাসিন্দা। প্রশ্ন উঠতে শুরু করেছে যে বাংলায় কী নেতানেত্রী কম…

রাজ্যের দুই উপনির্বাচনে বিজেপির দুই প্রাক্তন সাংসদকে প্রার্থী করেছে তৃণমূল। যাদের মধ্যে একজন আবার বিহারের বাসিন্দা। প্রশ্ন উঠতে শুরু করেছে যে বাংলায় কী নেতানেত্রী কম পড়েছিল? যদিও বিজেপির দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানা ছাঁটতেই বহিরাগতকে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আসানসোল লোকসভা কেন্দ্রে এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী মাসে। সেই দুই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী যথাক্রমে শত্রুঘ্ন সিনহা এবং বাবুল সুপ্রিয়। এই শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা নিয়েই শুরু হয়েছে চর্চা। তৃণমূলের সমর্থক একাধিক সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। বহিরাগত এবং অবাঙালি প্রার্থী দেওয়া নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। পদ্ম শিবিরের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক অমিত মালব্য টুইট করে লিখেছেন, “অনুমান করা হয়েছিল যে তৃণমূল আসানসোল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দলের যুব শাখার সভাপতি সায়নী ঘোষকে প্রার্থী করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর ভাইপোকে ছোট করার জন্য ওই আসনে একজন সম্পূর্ণ বহিরাগতকে প্রার্থী করেছেন। যিনি কেবল আসানসোলই নয়, বাংলার জন্য বহিরাগত।”

অন্যদিকে, বিজেপি নেতা অনুপম হাজরা দাবি করেছেন যে বিজেপির দুই প্রাক্তন সাংসদকে তৃণমূল উপনির্বাচনে প্রার্থী করেছে, এটাই বিজেপির নৈতিক জয়। বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেছেন, “আসানসোল থেকে লোকসভায় বাংলা এবং বাঙালীর প্রতিনিধিত্ব করার যোগ্য পশ্চিমবাংলার ১০ কোটি মানুষের মধ্যে কাউকে খুঁজে পেলেন না মাননীয়া।”

পশ্চিম বর্ধমানের আসানসোলে অনেক খনি এবং শিল্প রয়েছে। ভৌগলিক অবস্থানের কারণে ওই এলাকায় প্রচুর সংখ্যক হিন্দিভাষী মানুষের বাস। যাদের শিকর রয়েছে বিহারে। আসানসোলের প্রাক্তন মেয়র জীতেন্দ্র তিওয়ারি বিজেপির প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। সেই কারণেই জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে ওই কেন্দ্রের উপনির্বাচনে মমতা প্রার্থী করলেন বলে মনে করা হচ্ছে।

২০১৪ সাল থেকে আসানসোল কেন্দ্রের সাংসদ বাবুল সুপ্রিয়। যিনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। পরে তিনি তৃণমূলে যোগ দিয়ে সাংসদ পত প্রত্যাহার করেন। সেই কারণেই ওই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে বাবুল সুপ্রিয়কে কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করেছেন মমতা। ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন বাংলার প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আগামী মাসের ১২ তারিখে দুই কেন্দ্রের ভোট গ্রহণ। ফলাফল ঘোষণা হবে ১৬ এপ্রিল।