কালী বিতর্কে মহুয়াকে ‘নাগিনী’ তকমা তথাগতর

মা কালী ইস্যুতে দেশজুড়ে বিতর্ক চলার মাঝেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ‘নাগিনী’র তকমা দিলেন বরিষ্ঠ বিজেপি নেতা তথাগত রায়। তিনি তৃণমূল সাংসদের একটি ছবি টুইট…

মা কালী ইস্যুতে দেশজুড়ে বিতর্ক চলার মাঝেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ‘নাগিনী’র তকমা দিলেন বরিষ্ঠ বিজেপি নেতা তথাগত রায়।

তিনি তৃণমূল সাংসদের একটি ছবি টুইট করে তার ক্যাপশনে লেখেন, ‘নাগিনীরা দিকে দিকে ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস…’। মা কালীকে নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্যের পর দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সাংসদের নামে ইতিমধ্যে একাধিক এফআইআর দায়ের হওয়ার পরেও নিজের বক্তব্য থেকে পিছু হটতে রাজি নন মহুয়া। মহুয়া বলেন, ‘মৃত্যুর আগে পর্যন্ত আমি আমার বক্তব্য রক্ষা করে যাব। আমি এমন কোনো ভারতে বাস করতে চাই না, যেখানে শুধু বিজেপির পিতৃতান্ত্রিক ব্রাহ্মণ্যবাদী দৃষ্টিভঙ্গিই প্রাধান্য পাবে এবং বাকিরা ধর্মকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকবে।’

কালীর পোস্টার নিয়ে যে বিতর্ক চলছে, তা নিয়ে মঙ্গলবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেছিলেন, ‘কালীর অনেক রূপ রয়েছে। আমার কাছে কালী মানে একজন দেবী যিনি মাংস ও মদ গ্রহণ করেন।’ যদিও তৃণমূল শিবির সাংসদের পাশে না দাঁড়িয়ে সকল দায়িত্ব ঝেড়ে ফেলে সাফ জানিয়ে দেওয়া হয় যে দল তাঁর এহেন মন্তব্যের সমর্থন করে না।

পড়ুন: রান্নার জন্য আগুন জ্বালানো মুশকিল, নজর ঘোরাতে ধর্মীয় বিতর্ক: মহম্মদ সেলিম

এদিকে মহুয়ার এই বক্তব্যের পর বিজেপি এই এমসি সাংসদকে অবিলম্বে গ্রেফতার করার দাবি তোলে। মহুয়া মৈত্রের সংসদীয় এলাকা কলকাতা ও কৃষ্ণনগরে এই অভিযোগ দায়ের করা হয়। একইসঙ্গে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে মধ্যপ্রদেশের ভোপালে মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।