সিবিআইয়ের চক্রব্যূহে কেষ্ট ঢুকতেই রাজ্য জুড়ে গুড়-বাতাসা বিলি

টানা দেড় ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। বৃহস্পতিবার সকালে কেষ্টর বোলপুরের বাড়ি থেকে গ্রেফতারি অভিযান চালায় এই…

টানা দেড় ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। বৃহস্পতিবার সকালে কেষ্টর বোলপুরের বাড়ি থেকে গ্রেফতারি অভিযান চালায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে কেষ্টর গ্রেফতারির পরেই রাজ্যের একাধিক জায়গায় গুড়, বাতাসা, নকুল দানা বিলি করলেন মানুষ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলদাতে বিজেপির নারায়ণগড় মধ্যমণ্ডলের পক্ষ থেকে বাজার এলাকায় বিলি করা হল গুড় বাতাসা ও নকুল দানা। এদিন বিজেপির পক্ষ থেকে এলাকায় পথ চলতি মানুষজনের হাতে তুলে দেওয়া হয় নকুলদানা ও গুড় বাতাসা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘লুকোচুরি শেষে ধরা গেছেন।’ অন্যদিকে বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘অনুব্রত মণ্ডল তো আইনের বাইরে নয়। সঠিক কাজ করেছে সিবিআই। আইনের আওতায় এনে তাঁর বিরুদ্ধে সকল তদন্ত প্রক্রিয়া চালাবে সিবিআই। অনুব্রত মণ্ডল যে একজন মাফিয়া সে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে, প্রশ্রয়ে ফুলে ফেঁপে উঠেছিল। একটা মুদির দোকান থেকে যে ভাটে মাগুর মাছ বিক্রি করত সে আজকে হাজার কোটি টাকার মালিক।

 

সবই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। আমি আশা করব যে এই অনুব্রত মণ্ডলরা কাদের নির্দেশে গরু পাচার, কয়লা পাচার এবং বিরোধী দলের লোকেদের বিশেষ করে পুরো বীরভূমের ওপর যে অত্যাচার করেছে, নির্বাচন পরবর্তী সময়ে কয়েক হাজার লোককে ঘর ছাড়া করা, বেশ কিছু মানুষকে খুন করা হয়েছিল তাঁর তদন্ত করুক।’