RSS: সংঘ নেতারা দুশ্চিন্তায়, রাজ্যে ১ হাজার আরএসএস শাখা বিলুপ্ত

বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যে আরএসএস বিরাট শাখা বিস্তার করেছিল। বর্তমান হিসেবে সংঘ এখন কমছে। কমপক্ষে ১ হাজার শাখা বিলুপ্ত। বাকিগুলো চলছে টিমটিম করে। সংঘ…

বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যে আরএসএস বিরাট শাখা বিস্তার করেছিল। বর্তমান হিসেবে সংঘ এখন কমছে। কমপক্ষে ১ হাজার শাখা বিলুপ্ত। বাকিগুলো চলছে টিমটিম করে।

সংঘ নেতাদের আশঙ্কা, পৌরভোটের পর সেগুলো বন্ধ হবে। তাদের আরও আশঙ্কা, রাজ্যে ফের চরম সংঘ বিরোধী বামপন্থীরা শক্তিশালী হতে শুরু করেছে।

সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবত পর্যন্ত রাজ্যে এসে বার্তা দিয়ে গিয়েছিলেন, রাজ্যে প্রত্যেকটি বুথে একজন করে হোলটাইমার সদস্য তৈরি হবে।

পরিস্থিতি একেবারে অন্য কথা বলছে। দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে আরএসএসের একাধিক শাখা বন্ধ। বিশেষজ্ঞরা মনে করছেন, এর পেছনে বিজেপির দলীয় অন্তর্কলহ বড় ভূমিকা পালন করছে।

পরিস্থিতি বুঝতে আরএসএসের এই রাজ্যের নেতৃত্বকে ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছে নাগপুরে। ভোটে ক্রমাগত পরাজয়ে বিজেপির যেমন ধাক্কা। তেমনই বিজেপির গর্ভগৃহ আরএসএসের পরিস্থিতিও যে খুব একটা ভালো নয়, তা স্পষ্ট।

রাজ্যে সংঘের রাজনৈতিক শাখা বিজেপি পৌরভোটের পর একেবারেই পতনের দোরগোড়ায় চলে যাবে বলে বিশ্লেষণে আসছে। জেলায় জেলায় চলছে ভাঙন।