Viral video: পাকামি করতে গিয়ে বিপত্তি ডেকে আনছিল আমেরিকার এক শিশু 

কথায় আছে, শিশুদের সারল্যতাই শিশুদের আদর্শ পরিচয়। কিন্তু,সেই শিশুই যখন নিজের বয়সের তুলনায় বেশী বড়ো হয়ে বড়োদের মতন কোনো কাজ করতে যায় তখনই ঘটে যায়…

short-samachar

কথায় আছে, শিশুদের সারল্যতাই শিশুদের আদর্শ পরিচয়। কিন্তু,সেই শিশুই যখন নিজের বয়সের তুলনায় বেশী বড়ো হয়ে বড়োদের মতন কোনো কাজ করতে যায় তখনই ঘটে যায় বিপদ। এমনই এক ঘটনার সাক্ষী রইল নেট দুনিয়া।যা ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ইতিমধ্যেই ভাইরাল ( viral video) হয়েছে। 

   

https://fb.watch/gy2CdOYKAX/

সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া একটি ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে, একটি ছোটো শিশু তার মায়ের মতো গাড়ি চালাতে পারে কিনা, তা মাকে দেখাবে বলে গাড়ির দরজা খোলা অবস্থায় গাড়ি চালাতে শুরু করে দিয়েছে।

শিশুটি এই কাণ্ড ঘটনা চলাকালীন তার মা বাগান পরিচর্যায় ব্যস্ত ছিল। হঠাৎই শিশুটির মা চলন্ত গাড়িটিকে দেখতে পেয়ে এসে সঙ্গে সঙ্গে থামায় এবং শিশুটিকে রক্ষা করে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মন্তব্য করে অনেকে অনেক কথা বলেছেন। কেউ মন্তব্য করে বলেছেন, শিশুটির সাহস আছে আবার কেউ বলেছেন বিপদ ঘটতে ঘটতে বেঁচে গেছে।