Portugal: রূপসী দোহাই…পাত্র সংকটে পর্তুগাল, রোনাল্ডোর দেশে বাঙালি বরের বিরাট চাহিদা

High Demand for Bengali Grooms in Portugal Amidst Husband Shortage Crisis

পুরুষের অভাব। পর্তুগিজ নারীরা বিয়ে করতে চেয়ে বর খুঁজছেন। তাদের পছন্দের তালিকায় বাঙালি পাত্র মানেই ফার্স্ট চয়েস। রোনাল্ডোর দেশ পর্তুগালে (Portugal) পুরুষের অভাবে বিয়ে হচ্ছে না নারীদের। ইউরোপের এই দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। যে কারণে পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না সুন্দরীদের।

Advertisements

পর্তুগালে একাধিক বিয়ে করা রীতিমতো অপরাধ। যে কারণে পুরুষরা চাইলেও একের অধিক বিয়ে করতে পারে না। এদিকে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হওয়ায় তারা ভুগছেন পাত্রের সংকটে। বিবাহযোগ্য হয়েও বিয়ে করতে পারছেন না নারীরা। চোখ ধাঁধানো সুন্দরী নারীদের বসবাস এই দেশেই। এরা বাধ্য হয়ে অন্য দেশের পুরুষদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছে। পর্তুগালে বসবাসরত অভিবাসী বা অন্যান্য দেশের পুরুষদের বিয়ে করে ঘর বাঁধছেন হাজার হাজার নারী। শুধু এই নয় বরং পাত্রের অভাবে বহু নারী বিয়ে ছাড়া সন্তান জন্ম দিচ্ছে। বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানের শীর্ষে রয়েছে পর্তুগাল।

তবে পর্তুগালের পুরুষ সংকট দূর করছে বাংলাদেশিরা। এ দেশে পর্তুগালে বাংলাদেশি পুরুষদের ব্যাপক চাহিদা। প্রতিবছর বাংলাদেশ থেকে হাজার হাজার লোক পর্তুগালে পাড়ি জমায়। যার মূল কারণ পর্তুগালের জীবন যাত্রার মান বাংলাদেশের তুলনায় অনেক উন্নত। এবং সেখানকার মোটা মাইনের বেতন।

Advertisements

বাংলাদেশের শ্রমিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে দেশটি। আটলান্টিক পাড়ের এই দেশে গেলে সহজেই রেসিডেন্স কার্ড পাওয়া যায়। এবং সুযোগ পাওয়া যায় ইউরোপে বসবাস করার। পর্তুগালে গেলে দেখা যায় শহর জুড়ে ব্যস্ত কফিশপ, রেস্টুরেন্টে বসে তরুণদের উদ্যমতা, রাস্তায় বসে গানের আসর, স্থানীয় পর্যটক মিলে একাকার। রাতের পরিবেশ এখানে বেশ জমজমাট। তরুণ তরুণীদের ঢল নামে রাস্তায়। হাজার হাজার তরুন তরুণীরা ভিড় জমায় ডিস্কো এবং ডিজেতে।

স্পেনের দক্ষিণে ও পশ্চিমে অবস্থিত। আটলান্টিক মহাসাগরে তীরে পর্তুগালের দীর্ঘ উপকূল রয়েছে। এছাড়াও দুইটি স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ পর্তুগালের নিয়ন্ত্রণাধীন; এগুলি হল আসোরেস দ্বীপপুঞ্জ এবং মাদেইরা দ্বীপপুঞ্জ, যারা উভয়েই আটলান্টিক মহাসাগরে অবস্থিত। লিসবন পর্তুগালের রাজধানী ও বৃহত্তম শহর। এই দেশে রয়েছে পাহাড়, নদী, সাগর, দ্বীপ, গুহা আছে বরফের শহর। আশ্চর্য সুন্দর দেশ। তবে এই আশ্চর্য দেশের নারীরা হতাশ। তাদের যে বর জোটেনা।