ঘরের বাতাস বিশুদ্ধ রাখবে যে ৫ গাছ

আজকাল আমরা অনেকেই বাড়ির মধ্যে কিছু ইনডোর প্ল্যান্ট রাখতে ভালোবাসি। যা আমাদের ঘরের শোভা বানানোর সাথে সাথে করে বাতাসও শুদ্ধ করে। কিন্তু আমরা বুঝতে পারি…

আজকাল আমরা অনেকেই বাড়ির মধ্যে কিছু ইনডোর প্ল্যান্ট রাখতে ভালোবাসি। যা আমাদের ঘরের শোভা বানানোর সাথে সাথে করে বাতাসও শুদ্ধ করে। কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন গাছগুলো আমাদের ঘরের জন্য ভালো আর কোনগুলি খারাপ। আসুন আজ জেনে নিই কোন গাছগুলো আমাদের ঘরের ওপর ভালো প্রভাব ফেলে!

১। জেড প্ল্যান্ট
জেড প্ল্যান্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে খুব কম যত্নেও দিব্যি বেঁচে থাকতে পারে এই গাছ। খুব কম জলের প্রয়োজন হয় এর। ১০ থেকে ১২ দিন পর পর সামান্য জল দিলেই হবে। সরাসরি রোদ পরে এমন স্থানে রাখবেন না জেড প্ল্যান্ট। এই গাছ গাড়ির ধোঁয়া থেকে আসা দূষণ রোধ করতে সক্ষম।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

২। রাবার প্ল্যান্ট
বেশ কয়েক ধরনের রাবার প্ল্যান্ট পাওয়া যায়। পছন্দসই একটি রাবার প্ল্যান্ট রেখে দিতে পারেন ঘরে। এই গাছের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাটি ভেজা থাকতে হবে সবসময়। তবে এমনভাবে জল দেবেন না যেন জল জমে থাকে। সরাসরি রোদে রাখবেন না এই গাছ। তবে আলোবাতাস চলাচল করে এমন স্থানে রাখতে হবে। ডিটারজেন্ট, পেইন্ট থেকে আসা এক ধরনের কেমিক্যাল আমাদের ঘরে পাওয়া যায়। বেশিরভাগ সময় আসবাবে থাকে এই রাসায়নিক। এর ক্ষতিকারক প্রভাব থেকে ঘরকে মুক্ত রাখতে পারে রাবার প্ল্যান্ট।

৩। এরিকা পাম
একটু বড় জায়গা থাকলে এরিকা পাম রাখতে পারেন ঘরে। খুব বেশি আলোর প্রয়োজন নেই এই গাছের জন্য। বরং সরাসরি রোদ পড়ে এমন স্থানে রাখলে দ্রুত হলদে হয়ে যাবে এরিকার গোড়া। আবার জলের হেরফের হলে পাতার রঙ হলুদ হয়ে যাবে। দুই থেকে তিন দিন পরপর সামান্য জল দিয়ে ভিজিয়ে দেবেন মাটি। ঘরের বাতাস পরিশোধনে এর রয়েছে কার্যকর ভূমিকা।

৪। মনস্টেরা
অনেক ধরনের মনস্টেরা পাওয়া যায় নার্সারিগুলোতে। বাতাস বিশুদ্ধ রাখার পাশাপাশি ঘরের সৌন্দর্য বাড়ায় এই গাছের। মনস্টেরা ভালো রাখতে চাইলে মাটি সবসময় হালকা ভেজা রাখবেন। প্রাকৃতিক আলো আছে এমন ঘরে রাখুন। তবে সরাসরি রোদ পড়ে এমন স্থানে না রাখলেই ভালো করবেন।

৫। স্পাইডার প্ল্যান্ট
মাকড়সার মতো দেখতে স্পাইডার প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট হিসেবে চমৎকার। বাতাসে থাকা বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল দূর করতে পারে এই গাছ। পাশাপাশি ঘরের ভেতর অক্সিজেনের আনাগোনা বাড়ায়। অল্প আলোতে ভালো থাকে স্পাইডার প্ল্যান্ট। মাটি শুকিয়ে গেলে তবেই দিতে হবে জল।