Tips : রোজকার জীবনে দরকারি ম্যানার্স, যা না জানলে হাসির খোরাক হবেন

ব্যক্তিগত জীবনচর্যায় আমাদের অনেক কিছুই মেনে চলতে হয়। নিয়ম হোক, অনিয়ম হোক আমাদের সেইসব এটিকেট মেনে জীবনকে সচল রাখতে হয়। অন্যের প্রতি ভদ্রতা দেখাতে হয়।…

manners india

ব্যক্তিগত জীবনচর্যায় আমাদের অনেক কিছুই মেনে চলতে হয়। নিয়ম হোক, অনিয়ম হোক আমাদের সেইসব এটিকেট মেনে জীবনকে সচল রাখতে হয়। অন্যের প্রতি ভদ্রতা দেখাতে হয়। এটাই হলো রুচিশীলতা। যা রোজকার জীবনে দরকার। এমনই কিছু জানা অথচ না মানা নিয়মের কথা নিয়েই টিপস।

১) ঠান্ডা লাগলে সর্দি-কাশি হবেই। আর সেটাই স্বাভাবিক। কিন্তু পাবলিক প্লেসে বিশেষ করে ছোটোদের সামনে হাঁচি বা কাশি পেলে রুমাল ব্যবহার করুন। আর তা না থাকলে নিদেনপক্ষে মুখে হাত চাপা দিন।

২) দরজা খুলে কোথাও প্রবেশ করতে হলে আপনার পিছনের জনের জন্য দরজাটা ধরে রাখুন। আর আপনার জন্য যদি কেউ সেটা করে তাহলে অবশ্যই ‘ধন্যবাদ’ জানাতে ভুলবেন না।

৩) অফিসে বা বন্ধুমহলে দরকারি কথা চলাকালীন কোনও প্রাইভেট অথবা গুরুত্বপূর্ণ ফোন এলে অন্যদের অনুমতি নিয়ে সেই স্থান থেকে দূরে গিয়ে কল রিসিভ করুন। আপনার পার্সোনাল কথা অন্যদের না জানানোই শ্রেয়।
৪) কেউ কোনও সিরিয়াস কথা বললে নিজের স্মার্ট ফোন থেকে মুখ তুলে তাঁর কথা চোখে চোখ রেখে শুনুন।

৫) নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছনোর চেষ্টা করুন। আমরা প্রত্যেকে প্রত্যেকের জীবনে ব্যস্ত। সুতরাং অন্যদের অপেক্ষা করানো অভিপ্রেত নয়।

৬) আপনার শপিং কার্টটি দোকানের মাঝে না রেখে নির্দিষ্ট জায়গায় রাখুন। মাথায় রাখবেন, অন্যরাও শপিং করছেন।