Interview Kaya seth: ‘লেটস প্লে হোলি’ বিউটি টিপস কেয়া শেঠ

রঙের উৎসবে মেতে উঠুন মন খুলে। স্কিন বা হেয়ার খারাপ হয়ে যাওয়ার দুশ্চিন্তা সরিয়ে দিন মাথা থেকে। শুধু জেনে নিন রং খেলার আগে এবং পরে…

keya seth

রঙের উৎসবে মেতে উঠুন মন খুলে। স্কিন বা হেয়ার খারাপ হয়ে যাওয়ার দুশ্চিন্তা সরিয়ে দিন মাথা থেকে। শুধু জেনে নিন রং খেলার আগে এবং পরে কীভাবে করবেন স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার, এ বিষয়ে কেয়া শেঠ-এর পরামর্শ

রং খেলার আগের সুরক্ষা

  • সারাদিন রােদের মধ্যেও নিশ্চিন্তে রং খেলুন। শুধু বাইরে বেরােবার আগে মুখে লাগিয়ে নিন উচ্চমাত্রার SPF এবং PA+++ যুক্ত সানস্ক্রিন।
  • রং খেলতে শুরু করার আগে মাথায় ভালাে হেয়ার অয়েল এবং গায়ে ভালাে বডি অয়েল মেখে নিন। এতে রং ত্বকের গভীরে যাবে না, উঠেও যাবে তাড়াতাড়ি।
  • খেলতে যাওয়ার আগে নখে এবং তার চারপাশে কোনও বেস কালার লাগিয়ে দিন। এতে রং লেগে নখ নষ্ট হয়ে যাবে না।
  • চেষ্টা করুন ভেষজ রং ব্যবহার করার। এতে বিপদের ভয় থাকে না।
    একরাশ হলুদ গাঁদা ফুল জলে ফুটিয়ে নিন। আর ভরে নিন পিচকিরিতে।
  • বিট কেটে জলে ফুটিয়ে গাঢ় কালচে লাল রং তৈরি করুন। তারপর যাকে চান নিশ্চিন্তে রাঙিয়ে দিন।
    লাল বা বেগুনি রং চাইলে আপনাকে বাজার থেকে কিনে আনুন বেদানা। বেদানা ছাড়িয়ে জলে ফুটিয়ে নিন। দেখবেন কী সুন্দর গােলাপি বেগুনি জল রং তৈরি হয়েছে।

রঙ খেলার পরের সুরক্ষা

  • খেলা শেষে দই ও মধু একসঙ্গে মিশিয়ে মাথায় ও দেহে লাগিয়ে ৫-৭ মিনিট রেখে দিন। এবার হেয়ার শ্যাম্পু ও বডি ওয়াশ দিয়ে স্নান করে নিন। এরপর আবার সামান্য হেয়ার অয়েল ও বডি অয়েল মেখে নিন।
  • মাথায় আবির থাকলে প্রথমেই চিরুনি দিয়ে ভালােভাবে মাথা আঁচড়ে নিন। এতেই আবির ঝরে গিয়ে চুল অনেকটা পরিষ্কার হয়ে যাবে।
  • গায়ের সমস্ত রং কখনও একদিনে ঘষে ঘষে পুরােটা তােলার চেষ্টা করবেন না।
  • খুব ভালাে হয় দোলের পর যদি আপনি একটি হেয়ার স্পা করিয়ে নেন।
  • রং খেলার পরের দিন স্ক্রাবার দিয়ে গা পরিষ্কার করে নিন।
  • স্নানের পর কান ও চোখ ভালাে করে দেখে নিন কোথাও রং লেগে আছে কিনা। কানের ভেতরটা বাডস দিয়ে পরিষ্কার করে নিন।
  • চোখে কোনওভাবে রং লেগে গেলে সঙ্গে সঙ্গে প্রচুর ঠান্ডা জলের ঝাপটা দিয়ে চোখ ধুয়ে নেবেন।
    দাঁতে রং লেগে থাকলে নুন আর তেল দিয়ে হাল্কা আঙুলে ঘষে নিন।