Dolly Jain Interview: দীপিকা থেকে ক্যাটরিনা, সোনাম-বলি ব্রাইডদের তাকে ছাড়া চলে না: মুখোমুখি ডলি জৈন

লেটেস্ট ব্রাইডাল ফ্যাশন, রঙের মিলান্তি, অ্যাকসেসারিজ আর সব ছাপিয়ে শাড়ির ড্রেপিং। কীভাবে পরবেন? আর কীসের সঙ্গে পরবেন? বিয়ের মরশুমে ব্রাইড আর ব্রাইডমেটদের জন্য হট অ্যান্ড…

Dolly Jain

লেটেস্ট ব্রাইডাল ফ্যাশন, রঙের মিলান্তি, অ্যাকসেসারিজ আর সব ছাপিয়ে শাড়ির ড্রেপিং। কীভাবে পরবেন? আর কীসের সঙ্গে পরবেন? বিয়ের মরশুমে ব্রাইড আর ব্রাইডমেটদের জন্য হট অ্যান্ড কুলেস্ট ড্রেপিং নিয়ে সেলিব্রিটি ড্রেপার ডলি জৈনের (Dolly Jain) সঙ্গে কথা বললেন মানসী সাহা।

প্রশ্ন: বিয়ের মরশুম চলছে। তাই প্রথমেই জানতে চাইব, আরও বেশি স্টাইলিস্ট ও সুন্দর দেখাতে বিয়ের দিন ব্রাইডদের কীভাবে শাড়ি পরতে আপনি সাজেস্ট করছেন?

আমি তো বলব এই বিয়ের মরশুমে গো উইথ মেটালিক ওয়েস্ট বেল্ট। বাঙালি আটপৌড়ে ভাবে শাড়ি পরে তারপর কোমরে পরে নিন মেটালিক বেল্ট। এটি যেমন শাড়ির প্লিট ঠিক রাখবে, তেমনি আপনার স্টাইলেও আনবে নতুন মাত্রা। এছাড়া বাঙালি বিয়ে মানেই তো বেনারসী শাড়ি। সেক্ষেত্রে শাড়ির সঙ্গে কনট্রাস্টে ক্রপটপ ও কম ঘেরের লেহেঙ্গার সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে শাড়ির ড্রেপিং করা যেতে পারে।

Dolly Jain

বেনারসী শাড়ি ড্রেপিং

বাঙালি আটপৌড়ে শাড়ি পরার ক্ষেত্রে নাভি নয়, কোমরের একটু পেছন দিকে শাড়ি খুঁজতে হয়। তারপর একবার ঘুরিয়ে আঁচলের প্লিট করে পিন আপ করুন। এবার সুন্দর করে কুঁচি করে সামনের দিকে গুঁজে নিন। তারপর আঁচলের ভেতরের দিকে প্লিটটা টেনে টাইট করে পিন আপ করুন। আঁচলের প্লিট গুলি সুন্দর করে সেট করে ব্লেট পরে নিন।

ড্রেপিং উইথ লেহেঙ্গা

লেহেঙ্গার লটকন বাঁ পাশে থাকে। কিন্তু এক্ষেত্রে লেহেঙ্গা ঘুরিয়ে লটকন গুলি ডানপাশে রাখতে হবে। এবার নাভির বাঁ-পাশ থেকে শাড়ি গুঁজে বড় বড় চারটি কুচি দিন। তবে একবারে কুঁচি করে একসঙ্গে খুঁজতে যাবেন না। এক একটি কুচি এক একবার করে খুঁজুন। সেই সঙ্গে প্রতিটি কুচির মধ্যে হাফ ইঞ্চির মতাে দূরত্ব রাখুন। শাড়ি সামনের দিকে না ঘুরিয়ে আনবেন না। কুঁচি হয়ে গেলে আঁচলের প্লিট করুন। তারপর ডান কাঁধের ওপর থেকে আঁচল সামনের দিকে ঝুলিয়ে দিন। পেছন দিকে শাড়ির বেশ কিছুটা অংশ ঝুলে থাকবে। আপনি চাইলে সামনের দিকের আঁচলের ভেতরের প্লিটটা টেনে বাঁ দিকের কোমরের কাছে প্লিট করতে পারেন। আবার শুধু ডানদিকে আঁচল রাখতে পারেন। শেষে কোমরে ওয়েস্ট বেল্ট পরে নিন। খেয়াল রাখবেন শাড়িটা লেহেঙ্গার সঙ্গে এমন করে খুঁজতে হবে যাবে যাতে লেহেঙ্গার নীচের দিকের অংশ কিছুটা দেখা যায়।

দ্বিতিপ্রিয়া নাকি কৌশাম্বী কার প্রেমে অদৃত! সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন সীড

প্রশ্ন: শীতকাল জুড়ে বিয়ের এই সিজন থাকে । তাে কীভাবে শাড়ি পরলে স্টাইলও বজায থাকবে সঙ্গে ঠান্ডার হাত থেকেও নিজেকে বাঁচানাে যাবে?

জানলে খুশি হবেন, আমার আপকামিং ড্রেপিং সিজন স্পেশালি শীতকালের ওয়েডিংয়ের ওপর। যেখানে পশমিনা শাল, সােয়েটার, জ্যাকেট ব্যবহার করে শাড়ির ড্রেপিং করেছি। যেমন শাড়ির সঙ্গে হেডি কোর্ট বা লং ব্লাউজের সঙ্গে সুন্দর কাজ করা জ্যাকেট, তার ওপর শাড়ি পরলে বেশ ট্রেন্ডি দেখাবে কিন্তু। সঙ্গে ঠান্ডায়ও লাগবে না।

Dolly Jain

প্রশ্ন: যারা একটু হেলদি, বিয়ের দিন ভারী কাজ করা বেনারসী পরায় আরও বেশি মােটা লাগে তাঁদের। এক্ষেত্রে ড্রেপিংয়ে রােগা দেখানাের কি কোনও ট্রিক্স আছে?

রুক্মিণীর সঙ্গে পরিবার নিয়ে মলদ্বীপে দেব, পেছনে কি কোনও কারণ আছে?

একদমই আছে। যাঁরা হেলদি আমি তাঁদের বলব, শাড়ির কুঁচি নাভির ডানদিকে নয় বাঁদিকে খুঁজতে। আর সেই সঙ্গে শাড়ির কুঁচির প্লিট গুলি বড় বড় করে দিতে, তাতে কোমরের দিকটা হেভি দেখাবে না। এছাড়া পারলে বাঁ হাতের সঙ্গে শাড়ির আঁচলের কোন বেঁধে নিতে। এতে অনেকটাও কম রােগা দেখাবে।

প্রশ্ন: মােটার সঙ্গে আরও একটা সমস্যা হয় শর্ট হাইট। ডলি জেনের ড্রেপিংয়ে কোনও ম্যাজিককে আছে যাতে শাড়ি পরলে লম্বা দেখায় ?

(হাসতে হাসতে)ড্রেপিং ম্যাজিক। শাড়ির আঁচল বড় রাখতে। শাড়ির আঁচল বড় রাখলে দেখতে লম্বা লাগে।

প্রশ্ন: এতাে গেল ব্রাইডদের ড্রেপিং। কিন্তু ব্রাইড মেটদের জন্য এই সিজনে কি সাজেস্ট করছেন?

দেখ কনের বােন বা বন্ধুরা লেহেঙ্গার সঙ্গে শাড়ি র ড্রেপিং করতে পারে। সঙ্গে ডেনিমের সঙ্গেও কিন্তু শাড়ি পরতে পারেন।

ডেপিং উইথ ডেনিম

প্রথমে আঁচলের প্লিট করে নিন। তারপর আঁচল পিন আপ করে বাঁ দিকে থেকে শাড়িটা ঘুরিয়ে কোমরের কাছে শাড়ির কিছুটা অংশ জিনসের সঙ্গে গুঁজে দিন। সাধারণ শাড়ি পরার মতাে আঁচল থেকে নেমে আসা শাড়ির শরীরের সঙ্গে এটে থাকবে না। বরং অর্ধগােলাকার আকৃতিতে শাড়ির কিছুটা অংশ সামনে থেকে কোমর পর্যন্ত ঝুলতে থাকবে। এবার পেছন দিক থেকে ঘুরিয়ে এনে আবার শাড়ি প্লিট করুন। তবে লম্বায় নয়, চওড়ায়। কুঁচি গুলি জিনসের সামনের দিকে খুঁজে দিন। তারপর ডান পাশের মতাে বাঁ পাশেও শাড়ির কিছুটা অংশ অর্ধগােলাকার আকৃতিতে ঝুলিয়ে ডান পাশের কোমরে গুঁজে দিন। কোমরের দু’দিক থেকে শাড়ি যে অংশ পরে থাকবে তা একসঙ্গে করে কুঁচি দিতে হবে। মানে শাড়ি ভাজ করার সময় যেমন শাড়ির দু‘দিক একসঙ্গে করে ভাঁজ করি ঠিক তেমন। এবার কুঁচি জিনসের পেছন অংশে গুঁজে দিন। ব্যস আপনি রেডি। তবে চাইলে কোমরে ওয়েস্ট বেল্ট পরতে পারেন।

শাড়িতেই আবেদনময়ী বাণী কাপুর আগুন জ্বালছে সোশ্যাল মিডিয়ায়

প্রশ্ন: এতাে গেল শাড়ির কথা। কিন্তু লেহেঙ্গার ওরনা পরা নিয়েও বেশ সমস্যায় পরতে হয় ব্রাইড বা ব্রাইড মেডদের। এর বেসিক কোনও সমাধান আছে?

বেশির ভাগ ক্ষেত্রে সমস্যা হয় কোমরের দিকে গোঁজা চোলির অংশ নিয়ে। এটা এমন ভাবে টিক করা হয় যে বেশির ভাগ ক্ষেত্রেই তা ঝুলে পরে। আর তারফলে প্লিট গুলাে নষ্ট হয়ে যায়। তাই আমি বলব চোলির একটি কোণ ভি শেপে ধরে কুঁচি দিয়ে কোমরের পাশে ওঁজুন। তারপর ওরনার দু’পাশের চওড়া জরির বর্ডার একসঙ্গে এনে সেফটিপিন সুন্দর করে সেট করে নিন।

প্রশ্ন: আচ্ছা এই যে শাড়ি বা লেহেঙ্গায় যে এতাে সেপ্টিপিন ব্যবহার করা এতে অনেক সময় কিন্তু শাড়ি নষ্ট হয়ে যায়। এই সমস্যা কি কিছু সমাধান আছে?

এটা খুবই মারাত্মক একটা সমস্যা। তবে সমস্যা যখন আছে তার সমাধান তাে থাকবেই। সেফটিপিনে আগে পুঁথি পরিয়ে নিন। তারপর পিন করুন। এতে সেফটিপিনের ডেঞ্জার জোন ‘গােল অংশে’ আপনার শাড়ি যেতে পারবে না। ফলে ছেড়ার আর কোনও সমস্যাও থাকবে না।

প্রশ্ন: দীপিকা থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, সােনম কাপুর, শ্রীদেবী, রেখা বলিউডের প্রায়। সব ডিভারাই আপনার কাছে শাড়ি পড়েছেন। সেলিব্রিটিদেব ড্রেপিং কি আপনি আপনার মনের। মতাে করে করেন ?

পর্দার বাইরে গভীর সম্পর্কে টিপু-রঞ্জিনী

সেলিব্রিটি হােক বা সাধারণ মানুষ আমি সব সময় যিনি শাড়ি পরেন ওনার চাহিদা অনুযায়ী ড্রেপিং করে থাকি। যেমন দীপিকার পছন্দ খােলা লম্বা আঁচল তাে প্রিয়াঙ্কার পছন্দ লসি ড্রেপিং। তবে তারকারা আগে থেকে ছবি পাঠান। সেই মতাে ডিজাইনারদের সঙ্গে বসে ড্রেপিংটা ঠিক করা হয়।

প্রশ্ন: এখনও পর্যন্ত আপনি কতােরকম ভাবে শাড়ি পরাতে পারেন?

লাস্ট যখন কাউন্ট করেছিলাম ৩২৫ ছিল। এখন সংখ্যাটা একটু বেড়েছে?

প্রশ্ন: শাড়ি ড্রেপিং হঠাৎ করে এমন প্রফেশন বেছে নিলেন কেন?

<

p style=”text-align: justify;”>একবার এক ব্রাইডকে লেহেঙ্গা পরিয়েছিলাম। পােশাকের ডিজাইন করেছিলেন সন্দীপ ঘােষ। উনি আমার চোলি পরানাের স্টাইল দেখে এতটাই ইমপ্রেস হয়েছিলেন, যে আমাকে সেলিব্রিটিদের শাড়ি পরতে ড্রেপার হিসাবে আমার নাম সাজেস্ট করতে থাকেন। তাছাড়া প্রথমবার যখন শ্রীদেবীকে শাড়ি পরাই তখন উনি বলেছিলেন, “তােমার আঙুলে জাদু আছে। তুমি এটাকে প্রফেশন হিসাবে বেছে নিতে পার’। সত্যি বলতে তখনই এই আইডিয়া মাথায় এসেছিল।