শীতকালে ত্বককে ভালো রাখার কিছু ঘরোয়া টিপস

সামনেই শীতকাল আসন্ন। প্রায় গোটা মাস তিনেক জুড়ে কিংবা তার বেশি সময় ধরে শীত বাসা বাধঁতে চলেছে কলকাতা শহরের বুকে। শীতকাল মানেই যেমন প্রচুর খাওয়া-দাওয়া,…

bed-time-skin-care

সামনেই শীতকাল আসন্ন। প্রায় গোটা মাস তিনেক জুড়ে কিংবা তার বেশি সময় ধরে শীত বাসা বাধঁতে চলেছে কলকাতা শহরের বুকে। শীতকাল মানেই যেমন প্রচুর খাওয়া-দাওয়া, হই-হুল্লোড়, আনন্দ তেমনই এটাও ঠিক যে, ত্বক হয়ে পড়ে রুক্ষ, চুল হয়ে যায় শুষ্ক। তাই এই সময় মানুষ বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করে থাকে। কারো কারো টক এতটাই রুক্ষ হয়ে যায় যে, ত্বকে ফাটল ধরে যায়। এইসব সমস্যা থেকে নিষ্কৃতি পাবার জন্য কি কি করতে হবে তা জেনে নেওয়া যাক।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সুস্থ ত্বকের কথা বলি প্রথমে মনে পড়ে যায় ময়েশ্চারাইজারের কথা। বাজার চলতে যেকোনো ধরনের ময়েশ্চারাইজার কিনে, দিনে যতবার মনে হবে ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে ততবার মশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের শুষ্কতা কিছুটা হলেও কমবে। ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচাতে গেলে দিনে কয়েকবার জল ঝাপটা দিন, তবে তা হতে হবে ঠান্ডা জল। অতিরিক্ত গরম জল থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত গরম জল ব্যবহারের ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে।

ঠোঁট ফাটা কমাতে গেলে মধুর সাথে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে মাখতে পারেন। শীতকালে কখনোই ভেজা চুলে বাড়ি থেকে বেরোবেন না ফলে, চুলের আদ্রতা নষ্ট হয়ে গিয়ে চুল ভেঙে যেতে পারে। শীতকালে পা ফাটার হাত থেকে বাঁচতে গেলে সর্বদা মোজা করে থাকে কাম্য হবে। মোজা পরার আগে যদি একটু গ্লিসারিন কিংবা পেট্রোলিয়াম জেলি সারা পায়ে মেখে নেন, তাহলে পা সারাক্ষণ থাকবে ময়েশ্চারাইজ।