Tips: বর্ষায় জামাকাপড়ে দুর্গন্ধ থেকে নিমেশে রেহাই

বৃষ্টির অপেক্ষায় আমরা সকলেই অপেক্ষা করি একটা সময়। ফের বেশ কিছুদিন বৃষ্টি শহর দাপিয়ে বেড়ালেই বলি, কবে যাবে এই বৃষ্টি। তবে বৃষ্টির যেমন আছে আবার…

bad-breath-in-clothes-in-the-rainy-season

বৃষ্টির অপেক্ষায় আমরা সকলেই অপেক্ষা করি একটা সময়। ফের বেশ কিছুদিন বৃষ্টি শহর দাপিয়ে বেড়ালেই বলি, কবে যাবে এই বৃষ্টি। তবে বৃষ্টির যেমন আছে আবার খারাপ দিকও আছে। বর্ষাকালের সবথেকে সাধারণ সমস্যা জামাকাপড়ে দুর্গন্ধ। ভালভাবে বললে পোশাক থেকে ভ্যাপসা গন্ধ ছাড়ে এ সময়! কিভাবে মুক্তি মিলবে এর হাত থেকে জেনে নিন তাহলে…

  • বর্ষাকালে আবহাওয়া থাকে সোঁদা সোঁদা। এই জোলো আবহাওয়ায় কাপড় কাচতে ইচ্ছে করে না বলে সেগুলো জমাতে থাকি ওয়াশিং মেশিনে বা বালতিতে। আর কাচার পর চট করে শুকোতে চায় না বলে পোশাকে সাদা সাদা ছোপ এসে যায়, যাকে ছত্রাক বলা হয়। এই ছত্রাকই দায়ী দুর্গন্ধ ছড়ানোর জন্য।
  • রোদ্দুরের ভরসায় না রেখে ঘরে ফ্যান চালিয়ে জামাকাপড় শুকিয়ে ফেলুন। তবে বেডরুমে শোকাতে দেবেন না, এই সময় ঠান্ডা লেগে যায় চট করে।
  • ময়লা পোশাক সরিয়ে রাখুন। সপ্তাহান্তে জামাকাপড় কাচেন তাহলে খুব ময়লা এবং ঘামে ভেজা পোশাকগুলিকে সরিয়ে রাখুন আলাদা। একসঙ্গে রাখলে দুর্গন্ধ আরও বেড়ে যাবে আর কাচার পরেও সেই গন্ধ থেকে যায়।
  • ডিটারজেন্টের সঙ্গে যদি অল্প ভিনিগার ও বেকিং সোডা মেশাতে পারেন তাহলে জামাকাপড় থেকে ছত্রাক দূর হয়ে যাবে। বর্ষাকালে হাইজিন বজায় রাখার জন্য এটি ট্রাই করুন। আর পোশাকের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন।
  • নিজে বৃষ্টিতে ভিজে এলেন অথবা জামাকাপড় মিলে রেখেছিলেন হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দিল। এ দুই ক্ষেত্রেই আগে জামাকাপড় ভালো করে সাদা জলে ধুয়ে নিন। এরপর ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে পরিষ্কার করুন।