বাড়ি থেকে আরশোলা তাড়ানোর সহজ উপায় 

নিজেদের শরীরকে সুস্থ রাখতে আপনাকে সবার প্রথম পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নজর দিতে হবে। নিজের শরীরকে পরিষ্কার রাখার সাথে সাথে নিজের বাড়ি ও থাকার স্থানটিকেও পরিষ্কার…

নিজেদের শরীরকে সুস্থ রাখতে আপনাকে সবার প্রথম পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নজর দিতে হবে। নিজের শরীরকে পরিষ্কার রাখার সাথে সাথে নিজের বাড়ি ও থাকার স্থানটিকেও পরিষ্কার রাখতে হবে। বসতি বাড়িতে অনেক সময় নানারকমের পোকামাকড় দেখতে পাওয়া যায় তারমধ্যে প্রধান হলো আরশোলা। যেটির ফলে একাধিক রোগ হয়ে থাকে। এই পোকা উড়ে গিয়ে যদি আপনার খাবারে বসে আর সেই খাবার যদি আপনি নিজের অজান্তেই খেয়ে ফেলেন তাহলে আর দেখে কে। তাই এই আরশোলা থেকে নিজের বাড়িতে মুক্ত রাখতে হবে। এর থেকে মুক্তি পেতে বাজারে অনেক রকম ঔষুধি আছে কিন্তু তা সাময়িক কাজ করে।

আজ আপনাদের বলব এমন কিছু ঘরোয়া উপাদান যা আরশোলা থেকে আপনাকে চিরতরে মুক্তি দেবে।
১.তেজপাতা – তেজপাতা গুঁড়ো করে আরশোলা যে স্থানে আছে সেখানে ছড়িয়ে দিলে তেজপাতার তীব্র গন্ধ তারা সহ্য করতে না পেরে মরে যায়।
২.চিনি ও বেকিং সোডা – আরশোলা দূর করতে এই দুটো উপাদান খুব বেশি কাজ করে। একটা পাত্রে চিনি গুঁড়ো আর বেকিং সোডা মিশিয়ে নিয়ে বাড়ির যে সমস্ত জায়গায় আরশোলার উৎপাত বেশি সেখানে ছড়িয়ে দিন। চিনির গন্ধে এসে এই মিশ্রণ খেলেই মরবে সব আরশোলা।
৩. বোরিক পাউডার – এই পাউডার হলো একটি ওষুধ। এটিকে আটার সাথে মিশিয়ে মেখে ঘরের কোনায় কোনায় রেখে দিতে হবে। তারপর এগুলো খেলে সব আরশোলা মরে যাবে।