খালি পেটে এই খাবারগুলি খেলে আপনার বাড়তে পারে সমস্যা 

আজকাল ব্যস্ততার জীবনী মানুষের নিয়ম মেনে খাওয়া দাওয়া কিছুই হয়ে ওঠে না। কিন্তু সুস্থ থাকার জন্য একটি পুষ্টিকর খাদ্যাভাস খুব প্রয়োজন। তবে আজকাল অধিকাংশ মানুষই…

আজকাল ব্যস্ততার জীবনী মানুষের নিয়ম মেনে খাওয়া দাওয়া কিছুই হয়ে ওঠে না। কিন্তু সুস্থ থাকার জন্য একটি পুষ্টিকর খাদ্যাভাস খুব প্রয়োজন। তবে আজকাল অধিকাংশ মানুষই পুষ্টিকর খাওয়া ভুলে গেছে। দৈনন্দিন জীবনে সারাদিনের কাজকর্মের মাঝে ঠিকঠাক সময়ে খাবার খেতেও ভুলে যায় মানুষ। কিন্তু এর প্রভাব খুলে পরে আমাদের শরীরে।

তাই আজ জেনে নেব এমন কিছু খাবার যা খালি পেটে খাওয়া একেবারেই উচিত নয়। যেমন-

   

১. খালি পেটে মশলাযুক্ত খাবার খেলে পরবর্তী বেশ কয়েক ঘণ্টা শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে।

২. সকালে খালি পেটে হালকা গরম জল, লেবু চা বা আদা চা খেলে বিপাকক্রিয়া বাড়ে। এগুলো স্বাস্থ্যের জন্যও উপকারী। কিন্তু খালি পেটে ঠান্ডা পানীয় অর্থাৎ, কোল্ড টি, শর্করাজাতীয় পানীয়, কোল্ড কফি খেলে তার ক্ষতিকর প্রভাব পড়তে পারে হজমশক্তিতে।

৩. ওজন কমানোর জন্য অনেকেই নানা ডায়েট মেনে চলেন। ওজন কমাতে সাহায্য করে স্যালাড। কিন্তু তা একেবারেই খালি পেটে খাওয়া সঠিক নয়। এর ফলে তলপেটে ব্যথা হতে পারে।

৪. লেবুজাতীয় খাবার খালি পেটে খাওয়া উচিত নয় একেবারেই। এসব ফলে থাকা ফাইবার খালি পেটে পাকস্থলীতে ক্ষতিকর প্রভাব ফেলে।