তিলোত্তমায় প্রেমের ডেস্টিনেশন

একান্তে দুটো মানুষের সময় কাটানোর জন্য কি কলকাতায় কোনও জায়গা আছে? কোনও কাপল-কে যদি এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তবে নিঃসন্দেহে তাঁদের সারাসরি উত্তর হবে…

একান্তে দুটো মানুষের সময় কাটানোর জন্য কি কলকাতায় কোনও জায়গা আছে? কোনও কাপল-কে যদি এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তবে নিঃসন্দেহে তাঁদের সারাসরি উত্তর হবে না। পাবলিক প্লেসে দুটো মানুষকে একটু ঘনিষ্ট হতে দেখলেই সিসিটিভি ক্যামেরার মত আশেপাশের বেশ কয়েকটি ঘুরে যায় সেই দিকেই। তবে কি তিলোত্তমা প্রেম করতে জানে না! একদমই নয় যুগলদের একান্ত সময় কাটানোর জন্য কলকাতার বুকে রয়েছে এমন কয়েকটি জায়গা যেগুলো আপনার পরিচিত তালিকার মধ্যেই রয়েছে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেগুলি-

১) প্রিন্সেপ ঘাট কলকাতার সচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলির একটি। সপ্তাহান্তে অনেক মানুষ এখানে বেড়াতে আসেন। নদীর গা ঘেঁষে রাস্তায় খাবারের দোকান রয়েছে। কাপলদের কাছে এই স্থান বেশ জনপ্রিয়।

২) মিলেনিয়াম পার্ক কলকাতায় গঙ্গা নদীর পূর্ব তীরে রেলওয়ে ক্লাবের বিপরীতে কিছু দূরেই অবস্থিত একটি বিনোদন উদ্যান। এই উদ্যান একান্তে সময় কাটানোর জন্য বেশ উপযুক্ত।

৩) যুগলদের পছন্দের জায়গাগুলির মধ্যে অন্যতম হল ভিক্টোরিয়া। জলাশয়ের পাশে একান্তে যুগলদের সময় কাটানোর জন্য আদর্শ স্থান। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ, কলকাতার অন্যতম একটি প্রাচীন নিদর্শন।

৪) ময়দান বা গড়ের মাঠ হল কলকাতার বৃহত্তম নগরাঞ্চলীয় উদ্যান। ময়দানে প্রচুর গাছপালা ও খোলা মাঠ থাকায় এটিকে “কলকাতার ফুসফুস” বলা হয়। তবে এই স্থানটিও যুগলদের মধ্যে বেশ জনপ্রিয়।

৫) রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেক দক্ষিণ কলকাতায় অত্যন্ত জনপ্রিয় স্থান। সকালে বহু মানুষ এই হ্রদের ধারে মুক্তবায়ুতে প্রাতঃভ্রমণ করেন। তবে, লেকের সংলগ্ন বেঞ্চগুলি যুগলদেরই দখলে থাকে।