সামান্য খরচে ঘর সাজান বাঙালিয়ানায়

ঘর সাজানোর ক্ষেত্রে একেক জনের পছন্দ একেক রকম। কারও পছন্দ বোহেমিয়ান ধারা, কারও পছন্দ পরিপাটি ধারা। কিন্তু দুটি ধারারই রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্য। অন্যদিকে লোকশিল্পের…

Decorate the house in Bengaliana

ঘর সাজানোর ক্ষেত্রে একেক জনের পছন্দ একেক রকম। কারও পছন্দ বোহেমিয়ান ধারা, কারও পছন্দ পরিপাটি ধারা। কিন্তু দুটি ধারারই রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্য। অন্যদিকে লোকশিল্পের উপাদান দিয়ে ঘর সাজানোর চল নতুন নয়। আগেও বাঙালিয়ানার অঙ্গ হিসেবে ঘু্র্ণির মাটির পুতুল বা শীতলপাটি থাকতই। সহজেই ফিরিয়ে আনা যায় সেই ঐতিহ্য। খুব অল্প খরচে উৎসবের সময়ে আপনার প্রিয় ঘরটি হয়ে উঠতে পারে ষোলো আনা বাঙালিয়ানার প্রতীক। তবে কোথায় কোন জিনিস বিখ্যাত, কোন অঞ্চলের কোন কোন বিশেষত্ব দিয়ে সাজাবেন ঘর, এ চিন্তাও মনে ভিড় করে আসে বইকি। সহজে মিলবে, পকেটসই এমনই কিছু ঘর সাজানোর উপাদানের হদিশ রইল।

কৃষ্ণনগরের মাটির পুতুল:
ঘরের কোণের শেল্‌ফটি সেজে উঠুক ঘুর্ণির মাটির পুতুলে। কৃষ্ণনগর থেকে ঘুর্ণির দূরত্ব এমন কিছু নয়। ঘোরাও হবে আবার পুতুল কিনে পেরাও যাবে যদি হাতে একটু সময় লাগে। পুতুল পাবেন ১০০ টাকারও কম দামে।

   

ছৌ নাচের মুখোশ:
পুরুলিয়ার বাঘমুন্ডি অঞ্চলের চরিদা গ্রামে কয়েক ঘর মুখোশশিল্পী বাস করেন। অনুপম দক্ষতায় তাঁরা তৈরি করেন নানা ধরনের মুখোশ। প্রতিটি মুখোশের অভিব্যক্তি আলাদা। তিনশো টাকা থেকে পাঁচ হাজার টাকা দামের মধ্যে নানা আকারের মুখোশ পাওয়া যায় শিল্পীদের ঘরগুলিতে। সরকারি মেলায় স্টলও দেন মুখোশশিল্পীরা। আপনার দেওয়াল সেজে উঠতে পারে একটি জমকালো মুখোশে।

পিংলার পট:
নতুনগ্রামের পিংলা পট বিক্রেতাদের সঙ্গে মোলাকাত সত্যি এক অনবদ্য অভিজ্ঞতা হতে পারে। সস্তা দরে কিছু জড়ানো পটও কিনে আনতে পারেন।

পিংলার পট:
নতুনগ্রামের পিংলা পট বিক্রেতাদের সঙ্গে মোলাকাত সত্যি এক অনবদ্য অভিজ্ঞতা হতে পারে। সস্তা দরে কিছু জড়ানো পটও কিনে আনতে পারেন।

এছাড়া

  • দেশজ কারুকার্যে ঘর সাজানোর বেলায় তাই বাঁশ আর বেতের তৈরি বিভিন্ন জিনিস বেছে নিন। দেওয়ালে ঝোলানো বাঁশের ফ্রেমে আয়না হতে পারে আপনার ঘরের সাজের দারুণ একটা অনুষঙ্গ।
  • ঘরের কোণেআলো-ছায়ার জাল বুনতে নিয়ে আসুন বাঁশের তৈরি ল্যাম্পশেড। কয়েকটি ল্যাম্পশেডে পুরো ঘরজুড়েই একটা থিম তৈরি করা যায় যা ঘরের সাজে আনবে ভিন্ন মাত্রা।
    বেতের আসবাব ঘরের সাজে মাটির ভাব নিয়ে আসবে সহজেই। কর্ণার র‍্যাক, মোড়া, টেবিল কিংবা ছোট
  • একটা সোফাসেট, এসব আসবাবের ক্ষেত্রে উপাদান হিসেবে বেছে নিতে পারেন বেত।
  • ঘরের মাঝে খানিকটা ফাঁকা জায়গা পেলে বেতের একটা দোলনা টাঙিয়ে দেওয়া যেতে পারে। অন্দরমহলের শোভাও বর্ধন হবে তাতে, অবসরের বই পড়া কিংবা চা-পর্বের আদর্শ জায়গাও পেয়ে যাবেন একটা।
  • বড় বড় মাটির ফুলদানীতে ঘরের সাজে আভিজাত্য ফুটিয়ে তোলা যায়। মাটির বড় ফুলদানীতে ঘরে আনুন অভিজাত ভাব।
  • ঘরটাকে রঙে রঙে ঝলমলিয়ে রাখতে কিছু হাড়ি শিকেয় করে ঝুলিয়ে দিন, তাতে আবার মানিপ্ল্যান্টও থাকতে পারে আপনার ইচ্ছে মতো।
  • এছাড়া তালপাতার পাখা, বাঁশি, মুখোশ, এগুলো মন্দ নয় আপনার ঘরের দেয়ালের শোভা বাড়াতে। ঘর সাজানোর জন্য কম খরচে কিনে নিতে পারেন এইসব।